এশিয়া কাপে আপাতত ব্যাকফুটে পাকিস্তান। গ্রুপ পর্বের পর সুপার ফোরের লড়াইতেও ভারতের বিরুদ্ধে হেরেছে তারা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে বাকি দুই ম্যাচে জয় না পেলে নিভে যাবে ফাইনাল খেলার স্বপ্ন’ও। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপ, ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ ও ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপ (Asia Cup 2025) থেকেও তখন ফিরতে হবে খালি হাতেই। মহাদেশীয় মেগা টুর্নামেন্টের পরেও বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, সলমন আলি আঘা’দের। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকাকে সামলাতে হবে তাঁদের। টেস্ট, ওয়ান ডে ও টি-২০ তিন ফর্ম্যাটেই রয়েছে ম্যাচ (SA vs PAK first XI)। তবে প্রোটিয়া সিরিজে পাক শিবিরকে খানিক স্বস্তি দিতে তেম্বা বাভুমার (Temba Bavuma) না থাকা। সদ্য টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WTC) জয়ী অধিনায়ক খেলতে পারবেন না চোটের কারণে।
Read More: প্রতারণা করে জিতেছে ভারত, ম্যাচ হারতেই ‘অজুহাত’ তৈরি পাকিস্তানের !!
পাক সফরে নেই বাভুমা-

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs SA) সাদা বলের সিরিজ চলাকালীন কাফ মাসলে চোট পেয়েছেন তেম্বা বাভুমা (Temba Bavuma)। সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ (Temba Bavuma injury update) সময় লাগবে তাঁর। তাই লাহোর ও রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে জোড়া টেস্টে দেখা যাবে না তাঁকে। নভেম্বর-ডিসেম্বরে ভারতসফর রয়েছে দক্ষিণ আফ্রিকার। শুভমান গিল, জসপ্রীত বুমরাহদের বিরুদ্ধে যাতে নেতৃত্বভার সামলাতে পারেন বাভুমা, তা নিশ্চিত করতেই আপাতত তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া নির্বাচকেরা। কোচ শুক্রি কনরাড এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “তেম্বা না থাকায় অবশ্যই আমরা হতাশ। কারণ ও আমাদের টেস্ট দলের নেতা হওয়ার পাশাপাশি একজন দুর্দান্ত ব্যাটারও। ওর উপস্থিতিটা আমরা নিঃসন্দেহে ‘মিস’ করব।” বাভুমার অনুপস্থিতিতে (South Africa captain injury news) পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
উপমহাদেশের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে অফস্পিনার সাইমন হার্মার’কে (Simon Harmer) স্কোয়াডে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-এর পর এই প্রথম টেস্ট স্কোয়াডে (SA vs PAK match squad) জায়গা পেয়েছেন তিনি। সেনুরাম মুথুস্বামী ও প্রেনেলান সুব্রায়েন’ও থাকছেন স্পিন বিভাগে। তারকা স্পিনার কেশব মহারাজকে (Keshav Maharaj) লাহোর টেস্টে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড সফরে কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি। সুস্থ হয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেন তিনি। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের ‘হট প্রপার্টি’ ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। আন্তর্জাতিক আঙিনায় ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দেখা যাবে ‘বেবি এবি’কে। পাশাপাশি থাকবেন জুবেইর হামজা, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাডা, উইয়ান মুল্ডারের মত তারকারাও।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ডি কক-

২০২৩-এ ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। টি-২০ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে অবসর ঘোষণা না করলেও ২০২৪-এর কুড়ি-বিশের বিশ্বকাপের পর কোনো সিরিজেই দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে দেখা যায় নি তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আদৌ তাঁর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে সন্দিহান ছিলেন ভূতপূর্ব প্রোটিয়া কোচ রব ওয়াল্টার। সম্ভবত সেই কারণেই ডি কক’কে দলের বাইরে রেখেছিলেন তিনি। তবে নয়া কোচ শুক্রি কনরাড হেঁটেছেন উলটো পথে। দিনকয়েক আগে ডি ককের সাথে বৈঠকে বসেছিলেন তিনি। আলোচনার পর টি-২০’র পাশাপাশি ওয়ান ডে’তেও মাঠে ফেরার ব্যাপারে সম্মতি দিয়েছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। পাক সিরিজ খেলবেন তিনি। তার আগে নামিবিয়ার বিরুদ্ধে একটি টি-২০তেও দেখা যাবে ডি কক’কে।
Also Read: “চিটিং করে ভারত জিতেছে..”, শোয়েব আখতারের কুরুচিপূর্ণ মন্তব্যে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় !!