রাজনীতিবিদ লালু প্রসাদের বড় সন্তান তেজস্বী যাদব ছিলেন বিরাট কোহলির (Virat Kohli) সতীর্থ। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার কিন্তু চোটের কারণে তা হওয়া সম্ভব হলো না। এমনকি জুনিয়র লেভেলের ক্রিকেটে ও বিরাট কোহলিদের নাকি নেতৃত্ব দিয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি জানালেনতেজস্বী যাদব। এখনকার দলের অনেক ক্রিকেটারই নাকি ছিলেন তার সতীর্থ। এক সাক্ষাৎকারে তেজস্বী এই দাবিগুলো করেছেন। রাজনীতি নয় বরং ক্রিকেট ছিল তার প্রথম ভালবাসা কিন্তু হতাশ হয়েই ক্রিকেট থেকে অবসর নিতে হয়েছে তেজস্বীকে।
তেজস্বীর নেতৃত্বে খেলেছেন বিরাট
তেজস্বী মন্তব্য করে বলেছেন, “আমি একজন ক্রিকেটার ছিলাম। কেউ সেটা নিয়ে কথা বলতে পছন্দ করে না। বিরাট কোহলি পর্যন্ত আমার ক্যাপ্টেন্সিতে খেলেছে। সেটা নিয়ে কেউ কি কোনোদিন কথা বলেছে ? কেন এটা নিয়ে কথা হয় না? পেশাদার ক্রিকেটার হিসাবে আমি ভালই খেলতাম। এখন দলে যারা খেলছেন তারা প্রায় অনেকেই আমার সতীর্থ ছিলেন। আমার খেলতে গিয়ে দুটো লিগামেন্টে চিড় ধরেছিল। তাই বাধ্য হয়ে ক্রিকেট ছাড়তে হয়েছিল।”
লালু পুত্র তেজস্বী প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এবং আইপিএলের মঞ্চেও দিল্লি ক্যাপিটালস দলকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে তেজস্বীর। ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে খেলেছিলেন তেজস্বী। আইপিএলে দিল্লি দলে সুযোগ পেলেও ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিল দিল্লি টিম ম্যানেজমেন্ট।
আইপিএলের মতন মঞ্চে সুযোগ পেয়েছিলেন তেজস্বী
তেজস্বীর কথা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বেশির ভাগই তাঁর কথা বিশ্বাস করেননি। তেজস্বীর নেতৃত্বে বিরাট কোহলি (Virat Kohli) আদেও খেলেছেন কিনা বা ভারতীয় দলের খেলোয়াড়রা তাঁর সতীর্থ ছিলেন কিনা সেবিষয়ে রয়েছে জল্পনা। রাজনীতিতে পা রাখার আগে ক্রিকেট প্রেম ছিল তার এবং সঙ্গে ছিল এমএস ধোনির মতন স্ট্রেইট করা লম্বা চুল। তেজস্বী ১টি প্রথম শ্রেণীর ম্যাচে ২০ রান বানান এবং ২টি লিস্ট এ ক্রিকেটে ১৪ রান বানান তাছাড়া ৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৩ রান বানাতেই সক্ষম হয়েছেন তিনি। আর বল হাতে সব ফরম্যাট মিলিয়ে মাত্র ১টি উইকেট নিয়েছেন তিনি।