teaser-out-for-unmukt-chand-biopic

২০১২ সালে উন্মুক্ত চাঁদের (Unmukt Chand) নেতৃত্বে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলো ভারতীয় দল। ফাইনালে অনবদ্য শতরান করে ক্রিকেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। অনেকেই উন্মুক্তকে পরবর্তী সুপারস্টার তকমাও দিয়ে দিয়েছিলেন তখনই। ২০০৮-এ বিশ্বজয়ী অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তাঁর মতই উন্মুক্ত’ও ছিলেন দিল্লীর ক্রিকেটার। ফলে অবধারিত ভাবে শুরু হয়েছিলো তুলনা। কিন্তু গত দশকে বিরাট যখন পারফর্ম্যান্সের জোরে একের পর এক শৃঙ্গ জয় করে জায়গা করে নিয়েছিলেন সর্বকালের সেরাদের তালিকায়, তখন উন্মুক্তের (Unmukt Chand) কেরিয়ার গ্রাফ নেমেছিলো তলানিতে। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন সফল হয় নি তাঁর। আইপিএলে গুটিকয় ম্যাচ খেললেও সফল হন নি। বাদ পড়েন দিল্লী স্কোয়াড থেকেও। বাইশ গজে সাফল্যের সন্ধানে শেষমেশ দেশ ছাড়তে হয় উন্মুক্ত’কে। পাড়ি জমান আমেরিকায়।

Read More: “জল বইবার জন্য নিয়ে গিয়েছে…” পঞ্চম টেস্টে সুযোগ পেলেন না কুলদীপ যাদব, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

আসছে উন্মুক্ত চাঁদের বায়োপিক-

Unmukt Chand | Image: Twitter
Unmukt Chand | Image: Twitter

উন্মুক্তের (Unmukt Chand) আমেরিকার ড্রিম’ও যে বিশেষ সফল হয়েছে তা বলা যাবে না। ঘরোয়া টি-২০ প্রতিযোগিতাগুলিতে বেশ কিছু ম্যাচ খেলেছেন মার্কিন মুলুকে। অংশ নিয়েছেন মেজর লীগ ক্রিকেট টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ার বিবিএল বা বাংলাদেশের বিপিএলেও পায়ের তলার মাটি খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি কোথাওই। গত বছর টি-২০ বিশ্বকাপে হোস্ট নেশন বা আয়োজক দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। বড় মঞ্চে আন্তর্জাতিক আঙিনায় খেলার সুযোগ পাবেন, ভেবেছিলেন উন্মুক্ত। ভারতের বিরুদ্ধে খেলতে চান, বলেছিলেন তিনি। কিন্তু তাঁকে ভাবনায় রাখেন নি মার্কিন নির্বাচকেরাও। ভারতীয় বংশোদ্ভূত মোনাঙ্ক প্যাটেল, সৌরভ নেত্রাভালকার, হরমিত সিং-রা আমেরিকার জার্সি গায়ে দাপিয়ে খেললেও, মাঠের বাইরেই থাকতে হয়েছে উন্মুক্তকে।

বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। কিন্তু ভেঙে পড়েন নি। ধাক্কা সামলে ফের উঠে দাঁড়িয়েছেন তিনি। আর এই উত্থানপতনের প্রতিটি মুহূর্তে তাঁর হাতে থেকেছে ব্যাট। সেটিই যেন অন্ধকারে ভরসা যুগিয়েছে তাঁকে। ঘাত-প্রতিঘাত সামলে বারবার উন্মুক্তের ঘুরে দাঁড়ানোই এবার দেখা যাবে সেলুলয়েডের পর্দায়। ইতিমধ্যে মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনিদের জীবন নিয়ে বাণিজ্যিক চলচ্চিত্র হয়েছে। তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। স্ক্রিনে দেখা গিয়েছে ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকরের জীবনকাহিনীও। তেমনই উন্মুক্তের জীবনকে ফোকাসে রেখেও তৈরি হয়েছে  ‘আনব্রোকেনঃ দ্য উন্মুক্ত চাঁদ স্টোরি’ নামে একটি তথ্যচিত্র। নির্মাতা রাঘব খান্না। প্রযোজকের ভূমিকায় রয়েছে রিভারল্যান্ড এন্টারটেইনমেন্ট ও টিউডিপ এন্টারটেইনমেন্ট। সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে তথ্যচিত্রটি।

দেখে নিন তথ্যচিত্রের টিজার’টি-

দেখে নিন উন্মুক্ত চাঁদের পরিসংখ্যান-

Unmukt Chand | Image: Twitter
Unmukt Chand | Image: Twitter

৬৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। ৩১.৫৭ গড়ে তাঁর সংগ্রহ ৩৩৭৯ রান। ৮টি শতরান ও ১৬টি অর্ধশতরান করেছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে মাঠে নেমেছেন ১২০টি ম্যাচে। ৪১.৩৩ গড়ে তাঁর সংগ্রহ ৪৫০৫ রান। ৭টি শতকের পাশাপাশি রয়েছে ৩২টি অর্ধশতরান। খেলেছেন ৯৯টি টি-২০ ম্যাচ। ২৩.৩০ গড়ে করেছেন ২০৯৭ রান। ৩টি শতরান রয়েছে তাঁর। রয়েছে ১০ টি অর্ধশতক’ও। সম্প্রতি মেজর লীগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলিস নাইট রাইডার্সের হয়ে প্রায় ৩৮ গড়ে ৩০২ রান করেছেন ৯ ম্যাচে। বর্তমানে ৩২ বছর বয়স তাঁর। আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন এখনও সযত্নে মনের মধ্যে লালন-পালন করছেন তিনি। ২০২৬-এর কুড়ি-বিশের বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করেছে আমেরিকা। ভারতের মাটিতেই রয়েছে সেই টুর্নামেন্টই। সেখানেই মার্কিন জার্সিতে অভিষেক হলে যেন একটি বৃত্ত সম্পূর্ণ হবে তাঁর ক্রিকেট জীবনে।

Also Read: ১ বছরেই নজরকাড়া সাফল্য অভিষেক শর্মার, ICC’এর মাইলফলক ছুঁয়ে ফেললেন তরুণ ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *