ইতিহাস গড়লো ভারতীয় নারী ক্রিকেট (Team India Women) দল। রোহিত বিরাটরা যে কাজটি করতে পারল না সে কাজটি করে দেখালো স্মৃতি মন্ধনার দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে দুর্দান্ত প্রদর্শন দেখালো ভারতীয় মহিলার। ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা এবং ওপেনার প্রতীক রাওয়াল ব্যাট হাতে দুরন্ত সূচনা দিয়েছেন। ১২ জানুয়ারি, ভারতীয় দল আইরিশদের বিরুদ্ধে ৩৭০ রান বানিয়ে দিয়েছিল। আবার আজকেই সেই রেকর্ডটি ভেঙে দিলো ভারতীয় মহিলারা।
প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রতীকা
সিরিজ শুরু হওয়ার আগেই দলের মূল অধিনায়ক হারমানপ্রীত কবরকে বিশ্রামে দিয়েছিল নির্বাচকরা। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। দলের ওপেনার ব্যাটসম্যান প্রতীকা প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। ব্যাট হাতে তিনি ১২৯ বলে ২০টি চার এবং ১টি ছক্কায় ১৫৪ রান বানিয়েছেন। অন্যদিকে মন্ধনা ৮০ বলে ৭টি ছক্কা ও ১২টি চারের বিনিময়ে ১৩৫ রানের স্কোর খাড়া করেছিল। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ সেঞ্চুরির মালকিন হয়ে উঠলেন স্মৃতি। শুধু তাই নয়, ভারতীয় মহিলাদের মধ্যে ওডিআইতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।
Read More: Team India: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক রোহিত, ১৬ সদস্যের স্কোয়াডে এন্ট্রি মিললো আইয়ার-KL রাহুলের !!
দ্রুততম সেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধনা
এর আগে ৮০ বলে সেঞ্চুরি করা হরমনপ্রীত কৌরের রেকর্ড ভাঙলেন তিনি। দুজনের মধ্যে ২৩৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠে। ৩০ ওভারের মধ্যেই ভারত ২৫০ রান বানিয়ে ফেলে, যা দেখে ভক্তরা ভেবে নিয়েছিল আজ কোনো না কোনো বড় রানের লক্ষে রয়েছে ভারত। সেই বুঝে এক উইকেট হারাতেই ব্যাটে পাঠানো হয় হার্ড হিটার ব্যাটসম্যান রিচা ঘোষকে (Richa Ghosh)। বাংলার মেয়ে রিচাও ৪২ বলে ১০টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৫৯ রানের ইনিংস খেলেন। তেজল হাসবিনের ব্যাট থেকে ২৫ বলে এসেছে ২৮ রান। গত রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৭০ রান বানিয়েছিল ভারত, তবে মাত্র ৪২ তম ওভারের শেষ বলেই সেই রেকর্ড ভেঙে ফেলে ভারতীয় দল।
নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৪৩৫ রান বানায় টিম ইন্ডিয়া। এটাই পুরুষ ও মহিলা দল মিলিয়ে ভারতের ওডিআই ফরম্যাটে বানানো সর্বাধিক রান। আজকের ম্যাচে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ বানিয়েছে স্মৃতিদের দল। ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে এই রেকর্ড আগে ছিল কোহলিদের দখলে, ক্যাপ্টেন বীরেন্দ্র শাহবাগের নেতৃত্বে ভারত ৪১৮ রান বানিয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই উপস্থিত ছিলেন। আজ স্মৃতিদের বানানো ৪৩৫ রানের জবাবে ব্যাটিং করতে এসে আইরিশ দল ১৩১ রানেই গুটিয়ে গিয়েছে দীপ্তি শর্মা নিয়েছেন ৩ উইকেট, তনুজা কানওয়ার নিয়েছেন দুই উইকেট ও ১ টি করে উইকেট নিয়েছেন তিতাস, সায়ালি ও মিনু। ১৫৪ রান হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন প্রতীকা।