team-india-wins-asia-cup-hockey-2025

হকিতে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। টোকিও এবং প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ জয়ের পর এবার এশিয়া কাপেও (Asia Cup 2025) শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিলো তারা। গতকাল বিহারের রাজগিরে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৪-১ ফলে রীতিমত গুঁড়িয়ে দিলো ‘মেন ইন ব্লু।’ দিনকয়েক আগে সুপার ফোরের ম্যাচে এই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেই আটকে গিয়েছিলো ভারত। পিছিয়ে পড়েও শেষমেশ ২-২ ড্র করে তারা। সেই ম্যাচের যাবতীয় ভুলচুক ফাইনালে দারুণ ভাবে শুধরে নিতে দেখা গেলো টিম ইন্ডিয়াকে (Team India)। আক্রমণ-আক্রমণ এবং আক্রমণ-এই মন্ত্রে আস্থা রেখেই এলো সাফল্য। প্রথম মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুখপ্রীত সিং (Sukhpreet Singh)। এরপর আর জোড়া গোল করেন দিলপ্রীত সিং, অন্য গোলটি অমিত রোহিদাসের। একটি গোল শোধ করলেও লড়াইতে ফেরার রাস্তা আর খুঁজে পায় নি কোরিয়া।

Read More: এশিয়া কাপে নাশকতার সম্ভাবনা, ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ !!

হকিতে বাজিমাত ভারতীয় দলের-

India Wins Asia Cup Hockey 2025 | Image: Twitter
India Wins Asia Cup Hockey 2025 | Image: Twitter

শনিবার চীনকে ৮-০ ফলে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলো ভারত। খেতাবী যুদ্ধেও দাপট বজায় রাখলো তারা। ম্যাচের শুরুটা হয় ঝড়ের গতিতে। ডটেড লাইন থেকে অধিনায়ক হরমনপ্রীত পাস (Harmanpreet Singh) বাড়ান সুখপ্রীত সিং-কে। তাঁর রিভার্স শট যখন কোরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়, তখন ম্যাচের বয়স মাত্র ৩১ সেকেন্ড। ৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ চলে এসেছিলো ভারতের সামনে। কিন্তু যুগরাজ সিং-এর পেনাল্টি স্ট্রোক রুখে দেন কোরীয় গোলরক্ষক জেইহান কিম। প্রতিআক্রমণে উঠে আসা দক্ষিণ কোরিয়াও আদায় করে নিয়েছিলো বেশ কয়েকটি পেনাল্টি কর্ণার। কিন্তু রাজগিরের মাঠে গতকাল টলানো যায় নি ভারতীয় ডিফেন্সকে। ২৮ মিনিটে দ্বিতীয় সাফল্যের মুখ দেখে ‘মেন ইন ব্লু।’ হরমনপ্রীতের ভাসানো বল বৃত্তের মধ্যে দুর্দান্ত দক্ষতায় ‘রিসিভ’ করেছিলেন সঞ্জয়। গোল করতে ভুল করেন নি দিলপ্রীত সিং।

উইং প্লে’কে কাজে লাগিয়ে মালয়েশিয়াকে হারিয়েছিলো দক্ষিণ কোরিয়া। ভারতের বিরুদ্ধেও গতকাল একই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলো তারা। কিন্তু প্রতিপক্ষের চাল ভেস্তে দেন ভারতীয় কোচ ক্রেগ ফুলটন (Craig Fulton)। উইঙ্গারদের ক্রমাগত প্রান্ত বদলের নির্দেশ দিয়েছিলেন তিনি। মাঝমাঠেও জায়গা পরিবর্তন করে প্রতিপক্ষকে চাপে রেখেছিলো টিম ইন্ডিয়ার মিডফিল্ডাররা। তাঁদের দাপটে ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে দক্ষিণ কোরিয়া। তৃতীয় কোয়ার্টারের শেষ পর্যায়ে ব্যবধান বাড়িয়ে নেয় ভারতীয় দল। ২৩ গজ দূর থেকে ফ্রি-হিট নিয়েছিলেন হরমনপ্রীত। সেখান থেকে বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেন নি দিলপ্রীত সিং (Dilpreet Singh)। ৫০ মিনিটে আসে চতুর্থ গোল। পেনাল্টি কর্ণার পেয়েছিলো ভারত। জোরালো গ্রাউন্ডেড শটে জাল খুঁজে নেন অমিত রোহিদাস। ৫১তম মিনিটে কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ডেন সন।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন ভারতের-

India Qualifies for World Cup After Winning Asia Cup Hockey 2025 | Image: Twitter
India Qualifies for World Cup After Winning Asia Cup Hockey 2025 | Image: Twitter

২০০৩ সালে কুয়ালালামপুরের মাঠে প্রথমবার হকিতে এশিয়া সেরা (Asia Cup) হয়েছিলো ভারতীয় দল। এরপর ২০০৭-এ চেন্নাইতে এসেছিলো দ্বিতীয় সাফল্য। তৃতীয়বার ভারত এশিয়া কাপ (Asia Cup) জেতে ২০১৭তে। সেবার ঢাকাতে বসেছিলো প্রতিযোগিতার আসর। আট বছর পর এলো চতুর্থ ট্রফি। গতকাল কোরিয়াকে হারিয়ে এশীয় সেরা হওয়ার পাশাপাশি আগামী বছরের হকি বিশ্বকাপের ছাড়পত্র’ও আদায় করে নেন হরমনপ্রীত’রা। দেশের মাঠে এই অসামান্য সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্যুইটবার্তায় তিনি লিখেছেন, “ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোরিয়াকে হারিয়ে এই জয় আরও বেশী ‘স্পেশ্যাল’। ভারতীয় হকি ও ভারতের ক্রীড়াক্ষেত্রের জন্য এই মুহূর্তটি গর্বের।” চীনকে ৩-১ গোলে হারিয়ে এশিয়া কাপে (Asia Cup 2025) তৃতীয় স্থান পেয়েছেন মালয়েশিয়া। পঞ্চম স্থানে রয়েছে জাপান। ছয়ে থাকা বাংলাদেশকে তারা হারিয়েছে ৬-১ গোলে।

Also Read: নেতৃত্বে শ্রেয়স আইয়ার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দলে থাকছেন ঈশান-পৃথ্বী’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *