পয়া মাঠে খেলবে ভারত, এশিয়া কাপে 'ফেভারিট' সূর্যকুমারের দল!! 1

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে ২০২৫ এর এশিয়া কাপ (Asia Cup 2025)। এবারের এশিয়া কাপ নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। তবে সেইসব জল্পনার ইতি ঘটিয়ে আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হচ্ছে এশিয়া কাপ। এবার অবশ্য ভারত এবং পাকিস্তান দুই দলকেই একই গ্রুপে রাখা হয়েছে। ৮ দল নিয়ে এবার এশিয়া কাপ শুরু হতে চলেছে। এ গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, আরব আমিরশাহী ও ওমানকে। বি গ্রুপে রাখা হয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও হংকং কে। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটি ১০ সেপ্টেম্বর আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে। ভারত তাদের প্রথম দুই ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে এবং শেষ ম্যাচটি আবুধাবিতে খেলবে।

এশিয়া কাপের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া

Ind vs eng, এশিয়া কাপ
Team India | Image: Getty Images

ভারতীয় দল আরব আমিরশাহীতে সফল হয়েছে বিগত কয়েক বছরে। বছরের শুরুতে এই আরব আমিরশাহীর দুবাইয়ের মাঠে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া। ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়লাভ করেছিল ভারতীয় দল। ভারত প্রতিটি ম্যাচ অবশ্য দুবাইতেই খেলেছিল। এবারের এশিয়া কাপে যেভাবে গ্রুপ বিন্যাস করা হয়েছে তাতে এ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানের নক আউট পর্যায়ে অর্থাৎ সুপার ফোরে খেলার সম্ভাবনা বেশি। প্রসঙ্গত, এবারের এশিয়া কাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পাহেলগাঁও জঙ্গি হামলার পর বিসিসিআই এশিয়া কাপ আয়োজন করতে অস্বীকার জানিয়েছে। যে কারণে এবার আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

Read More: WCL শিরোপা জিতেই ‘নৌকা বাইচ’ সেলিব্রেশনে মাতলেন ডিভিলিয়ার্সরা, ভাইরাল ভিডিও !!

আরব আমিরশাহীতে সফল টিম ইন্ডিয়া

পয়া মাঠে খেলবে ভারত, এশিয়া কাপে 'ফেভারিট' সূর্যকুমারের দল!! 2
Team India | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’এর মঞ্চে ভারতীয় দল অসাধারণ প্রদর্শন দেখিয়েছিল এই দুবাইয়ের মাঠেই। ভারত কোনো ম্যাচ না হেরেই প্রতিপক্ষকে দমিয়ে রেখেছিল। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও ২০১৬ সালে ওডিআই ফরম্যাটে যখন এশিয়া কাপ এই আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল তখনও ভারতীয় দল এশিয়া কাপে বিজয়ী হয়েছিল। ভারতের কাছে এই ভ্যানু ‘পয়া’ হিসাবেই চিহ্নিত করা হয়েছে। ভারতীয় দলে মানসম্পন্ন স্পিনাররা রয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) বিপক্ষ দলের ব্যাটসম্যানদের যেভাবে সমস্যায় ফেলে দিয়েছিলেন তাতে এবারের এশিয়া কাপে সেই তিন বোলারের সামনে বাঁকি দল গুলিও সমস্যায় পড়বে। তাছাড়াও, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের প্রদর্শন অসাধারণ, এবছর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি খেলেছিল ভারতীয় দল ৪-১ ব্যবধানে এই সিরিজে জয় পেয়েছিল।

Read Also: কোহলির নয়া উত্তরসূরি পেলো টিম ইন্ডিয়া, চার নম্বরে ব্যাট হাতে তুললেন ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *