হাতছাড়া হতে চেলছে বিশ্বকাপ, এই দুই প্লেয়ারকে সেমিফাইনালে সুযোগ দিলে পস্তাতে হবে টিম ইন্ডিয়াকে !! 1

বেশ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আর এই বিশ্বকাপে ভারতীয় দলের পারফর্মেন্স একেবারে অসাধারণ। ভারতীয় দল প্রথম দল হিসেবে পৌঁছে গিয়েছে বিশ্বকাপে সেমিফাইনালে , প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তবে ভারতের বিপক্ষে কোন দল খেলবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আপাতত নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে যেকোনো একটি দলের কাছে সুযোগ থাকবে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলার। গ্রুপ ম্যাচে সহজে জয় আসলেও আগামী দুই ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার রইবে বড় চ্যালেঞ্জ। ভারতীয় দল মুম্বইতে প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলতে চলেছে, এই মাঠেই শ্রীলঙ্কাকে টিম ইন্ডিয়া ৩০২ রানে পরাস্ত করেছিল। তবে সেমিফাইনালের চাপ হবে ভিন্ন।

Read More: World Cup 2023: “করাচির টিকিট বুক করুন…”, ইংল্যান্ডের জয়ে কপাল পুড়লো পাকিস্তান দলের, সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পাক ব্রিগেড !!

দুই প্লেয়ারের জন্য পস্তাতে হবে টিম ইন্ডিয়াকে

Indian cricket team, world cup 2023
Indian Cricket Team | Image: Getty Images

প্রসঙ্গত, ভারতীয় দলের সমস্ত প্লেয়াররা পারফরম্যান্স দেখালেও ব্যাট হাতে কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত টিম ইন্ডিয়ার হয়ে কেএল রাহুল (KL Rahul) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ দারুন সূচনা করেছিলেন। প্রথম ম্যাচেই ৯৭* রানের একটি অসাধারণ ইনিংস খেলেন রাহুল। এরপর তৃতীয় ও চতুর্থ ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে, ১৯* ও ৩৪* রানে অপরাজিত থেকে বেশ দায়িত্ব নিয়েই খেলতে দেখা গিয়েছে রাহুলকে। তবে, পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭, ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন উইকেটে ৩৯ রান বানিয়েও দায়িত্বজ্ঞানহীন শট খেলে হারান নিজের উইকেট। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন সময়ে পাটা উইকেটে মাত্র ২১ রান বানাতে সক্ষম হন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে ৮ রান বানিয়ে মোট ২৪৫ রানই বানাতে সক্ষম হয়েছেন রাহুল।

ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত কিপিং করছেন রাহুল। পাশাপাশি তিনি হলেন দলের ভাইস ক্যাপ্টেন, যে কারণে তাকে দল থেকে ছাটাই করতে পারছেন না ক্যাপ্টেন রোহিত। তবে সেমিফাইনালে রাহুলের এই খারাপ ফর্মের কারণে ভারতীয় দলকে সমস্যার সম্মুখীন হতে হবে। অন্যদিকে এই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় দলের ৩৬০ ডিগ্রী প্লেয়ার রীতি মতন ওডিআই ক্রিকেটে তার পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে ষষ্ঠ স্থানে ব্যাটিং করার জন্য সূর্য কুমারের উপরেই ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যানেজমেন্টের ভরসায় জল ঢালছেন সূর্য কুমার এই বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে সূর্যকুমার। ৪ ম্যাচে ২১.২৫ গড় ও ১১৪.৮৬ স্ট্রাইক রেটে ৮৫ রান বানিয়েছেন সূর্যকুমার। তার এই পারফরমেন্সের উপর তার যোগ্যতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। আসন্ন সেমিফাইনালে তার উপর থাকবে গুরুদায়িত্ব।

Read More: World Cup 2023: বিশ্বকাপ চলাকলীন খারাপ খবর, অবসর নিচ্ছেন এই অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *