আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। গ্রুপ-এ’তে রয়েছে তারা। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এরপর ১৪ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। আর ১৯ তারিখ শেষ গ্রুপ ম্যাচটিতে প্রতিপক্ষ ওমান। দুবাইগামী দলে জায়গা পাবেন কারা? কৌতূহল ছিলো ক্রিকেটজনতার। অবশেষে প্রশ্নের উত্তর মিলেছে গত মঙ্গলবার। বোর্ডের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে স্কোয়াড ঘোষণা করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। ১৫ জন’কে জায়গা দেওয়া হয়েছে মূল স্কোয়াডে। সাথে থাকছেন পাঁচ জন স্ট্যান্ড-বাই। শুভমান গিল, জসপ্রীত বুমরাহ’র প্রত্যাবর্তন, অক্ষর প্যাটেলের সহ-অধিনায়কত্ব খোয়ানোর মত বিষয়গুলিকে ছাপিয়ে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়ালদের মত তারকাদের সুযোগ না পাওয়া।
Read More: ভারতীয় শিবিরে বড় ধাক্কা, এশিয়া কাপের আগে অবসরের ঘোষণা সিনিয়র ব্যাটারের !!
শ্রেয়সের নেতৃত্বে ভারতের ‘অন্য’ একাদশ-

এই মুহূর্তে প্রতিভার ছড়াছড়ি ভারতীয় ক্রিকেটে। টিম ইন্ডিয়ার (Team India) স্কোয়াড গভীরতা ঠিক কতটা তার প্রমাণ দিয়েছেন প্রাক্তনী আকাশ চোপড়া। এশিয়া কাপের (Asia Cup 2025) মূল স্কোয়াডে যাঁরা জায়গা পান নি, তাঁদের নিয়েই সদস্যের আরও একটি বিশ্বমানের একাদশ গড়ে ফেলেছেন তিনি। ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) শুরুতে রেখেছেন তিনি। দেশের হয়ে ২৩টি টি-২০ ও ৬টি একদিনের ম্যাচ খেলেছেন মহারাষ্ট্রের ওপেনার। পরিসংখ্যানও যথেষ্ট ভালো। তবুও এশিয়া কাপে (Asia Cup 2025) উপেক্ষিত থাকতে হয়েছে তাঁকে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, শুভমান গিলদের এগিয়ে রেখেছেন নির্বাচকেরা। স্ট্যান্ড-বাই তালিকায় রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু তাঁরও মাঠে নামার সম্ভাবনা বেশ ক্ষীণ। মুম্বইয়ের বাম হাতি তরুণকেও তাই ‘বাতিল’ একাদশে রাখতে বাধ্য হয়েছেন আকাশ।
শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বাদ পড়া নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত হইচই ক্রিকেটমহলে। আইপিএলে ১৭ ম্যাচে ৬০৪ করেও বাদ পড়েছেন তিনি। জায়গা হয় নি স্ট্যান্ড-বাই তালিকাতেও। নির্বাচকদের উলটো পথে হেঁটে তাঁকে একাদশে রেখেছেন আকাশ চোপড়া (Aakash Chopra)। কাঁধে চাপিয়েছেন অধিনায়কত্বের ভার’ও। আকাশের দলের মিডল অর্ডারে রয়েছে কে এল রাহুলের উজ্জ্বল উপস্থিতি। ভারতের এশিয়া কাপ (Asia Cup 2025) স্কোয়াড দস্তানার দায়িত্ব সামলানোর জন্য থাকছেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। ‘বাতিল’ তারকাদের নিয়ে আকাশ চোপড়া যে একাদশ গড়েছেন, সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি রেখেছেন নীতিশ কুমার রেড্ডি’কে। তাঁর দলে স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকায় ক্রুণাল পাণ্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর।
সুযোগ পেয়েছেন ওভালের নায়ক-

এক ফ্রন্টলাইন স্পিনার ও দুই ফাস্ট বোলারে একাদশ সাজিয়েছেন আকাশ চোপড়া (Aakash Chopra)। ঘূর্ণি বোলিং-এর দায়িত্ব তিনি অর্পণ করেছেন রবি বিষ্ণোইয়ের কাঁধে আর পেস ব্যাটারির ধার বাড়ানোর জন্য রেখেছেন ওভাল টেস্টের দুই নায়ক মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণাকে। কুড়ি-বিশের বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের সদস্য ছিলেন সিরাজ (Mohammed Siraj)। কিন্তু জানুয়ারির অস্ট্রেলিয়া সফরের পর সাদা বলের ক্রিকেট থেকে দূরে রাখা হয়েছে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজে ছিলেন না তিনি। জায়গা পান নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। ইংল্যান্ড সফরে লাল বল হাতে সাফল্য পাওয়ার পর অনেকেই মনে করেছিলেন এশিয়া কাপে (Asia Cup 2025) ডাক পেতে পারেন তিনি। কিন্তু সেই পথে হাঁটেন নি নির্বাচকেরা। এশিয়া কাপে (Asia Cup 2025) স্ট্যান্ড-বাই তালিকায় রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু বুমরাহ, আর্শদীপ, হর্ষিতরাই পেয়েছেন অগ্রাধিকার।
এক নজরে আকাশের একাদশ-
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।