পাকিস্তানের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের, বৈভব সূর্যবংশী সহ এই খেলোয়াড়রা নিলেন এন্ট্রি !! 1

সদ্য ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হয়েছে। গত ১ বছরের মধ্যে এই দ্বিতীয় বারের জন্য ঘরের মাঠে টেস্ট সিরিজ হারলো ভারত। এরপর ভারতীয় পুরুষ দলের পরবর্তী সিরিজটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতে চলেছে, প্রোটিয়াস দের বিরুদ্ধে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজের জন্য নতুন অধিনায়ক হিসেবে কেএল রাহুলকে (KL Rahul) নির্বাচন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইডেন টেস্টে চোট পাওয়ার কারণে আপাতত এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ক্যাপ্টেন গিল। আর এই সিরিজের মাঝেই নতুন দল ঘোষণা করলো বিসিসিআই। আবার একবার ফিরছে এশিয়া কাপের উত্তেজনা। অনূর্ধ্ব–১৯ ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে এই অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ, যেখানে ভারতসহ এশিয়ার শীর্ষ দেশগুলো অংশ নেবে।

নতুন অধিনায়ক বেছে নিলো BCCI

Ayush Mhatre,team india, ভারত
Ayush Mhatre | Image: Getty Images

এই টুর্নামেন্টের জন্য ভারতকে এ গ্রুপে রাখা হয়েছে, যেখানে পাকিস্তানকেও একই গ্রুপে রাখা হয়েছে। তাছাড়া এই গ্রপে রয়েছে কোয়ালিফায়ার -১ এবং কোয়ালিফায়ার ৩- এর দল। বিসিসিআইয়ের জুনিয়র নির্বাচক কমিটি ইতিমধ্যেই ভারতের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এশিয়া কাপের জন্য ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার আয়ুষ মাহাত্রে। বয়সভিত্তিক দলে তিনি আগেও বেশ কয়েকবার নেতৃত্ব দিয়েছেন এবং নিজের নেতৃত্বগুণ দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। পাশাপশি সহ- অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিহান মালহোত্রাকে।

Read More: পলাশকে আনফলো করলেন স্মৃতি মান্ধানা, সোশ্যাল মিডিয়ায় শুরু নতুন জল্পনা !!

অনবদ্য ছন্দে রয়েছেন বৈভব

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi | Image: Twitter

সম্প্রতি রঞ্জি ট্রফিতে ব্যস্ত থাকার কারণে আয়ুষ ‘রাইজিং স্টার’ দলে নির্বাচিত হননি। কিন্তু এবার তাঁর প্রতি নির্বাচকদের পূর্ণ আস্থা দেখা গেছে। তাছাড়া, নির্বাচিত দলে প্রতিভাবান ক্রিকেটারদের ভিড় রয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তাঁর বিস্ফোরক ব্যাটিং ভক্তদের মন জতেছে, আইপিএলের মঞ্চে বৈভব যে অসাধারণ ছন্দ বজায় রেখেছিলেন সেই ছন্দ তিনি ঘরোয়া ক্রিকেটের পাশাপশি রাইজিং স্টার টুর্নামেন্টে বজায় রেখেছিলেন। এই টুর্নামেন্টে ওমানের বিরুদ্ধে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে তিনি আলোচনায় আসেন। তাছাড়া দলে দুজন উইকেট কিপারকে রাখা হয়েছে -অভিজ্ঞান কুণ্ডু এবং হরবংশ সিং।

ভারতের ঘোষিত স্কোয়াডটি হলো—

আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহ–অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), যুবরাজ গোহিল, কানিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, নমন পুষ্পক, ডি. দীপেশ, হেনিল প্যাটেল, কিশন কুমার সিং, উদ্ধব মোহন, অ্যারন জর্জ।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: রাহুল কুমার, হেমচুদেশন জে, বি. কে. কিশোর, আদিত্য রাওয়াত।

Read Also: “ওনার কোনো দোষ নেই…” টেস্টে ভারতের পতন, সমালোচনার ঝড়ের মাঝেই গম্ভীরের ঢাল রায়না !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *