IND vs WI: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর এখন দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের (Asia Cup 2025) দিকে। আপাতত দুবাইতেই রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)। তাঁর মুখ থেকেই শোনা যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল মোট দুটি টেস্ট সিরিজ খেলতে চলেছে ঘরের মাঠে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে উদ্বোধনী টেস্ট। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১০ অক্টোবর থেকে শুরু হবে।
টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো BCCI

ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন মৌসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে ইংল্যান্ডের মাটিতে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে মূলত তরুণদের উপরেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। যদিও শেষবার ঘরের মাটিতে ভারতীয় দলের প্রদর্শন একেবারেই ভালো ছিল না। ভারতের ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। সেই সিরিজে নিউজিল্যান্ড ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিল। ফলে এবার নিজেদের ঘরের মাঠে প্রত্যাবর্তন ভারতীয় দলের জন্য একপ্রকার আত্মসম্মানের লড়াই হতে চলেছে। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে উইন্ডিজদের বিরুদ্ধে দল ঘোষিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের পর এটি ভারতীয় দলের প্রথম টেস্ট ম্যাচ হবে। ইংল্যান্ড সিরিজে চোট পাওয়ার কারণে উইন্ডিজদের বিরুদ্ধে খেলতে পারবেন না। বদলে ধ্রুব জুরেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।
গুরুদায়িত্ব পেলেন জাদেজা

জুরেল উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ, অন্যদিকে এন জগদীশনকেও ব্যাকআপ হিসেবে দলে জায়গা দেওয়া হয়েছে। পন্থ উইকেট কিপিংয়ের পাশাপাশি ইংল্যান্ড সফরে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করছিলেন এবং তার অনুপস্থিতিতে, এখন এই দায়িত্ব রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন অভিমন্যু ঈশ্বরণকে ভবিষ্যতের জন্য সুযোগ দেওয়ার কথা বলেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে, তাকেও এই সিরিজে রাখলো না বোর্ড কর্তারা। ইংল্যান্ড সিরিজে কামব্যাক করা করুণ নায়ারের (Karun Nair) হলো না জায়গা। বদলে দেবদত্ত পাডিক্কলের উপর ভরসা দেখালো বিসিসিআই। এই সিরিজে উপলব্ধ থাকবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), তাছাড়া দলে ফেরানো হয়েছে অক্ষর প্যাটেলকে। যদিও, শ্রেয়াসকে নির্বাচকরা হোম টেস্ট সিরিজে নির্বাচন করতে চাইলেও শ্রেয়াস এখন বিশ্রামে থাকার কথা জানিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলটি নিম্নরূপ
শুভমান গিল (C), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল (WK), রবীন্দ্র জাদেজা (VC), ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব।