গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় দল (Team India) বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় খেতাব জয় করলো। মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাস্ত করে এক রোমাঞ্চকর ফাইনালের পরিচয় দিলো টিম ইন্ডিয়া। তবে চলতি ম্যাচেই ভাইরাল হলো ভারতীয় খেলোয়াড়ের কীর্তি। ভারতীয় এক ক্রিকেটারকে ‘মুরলি বিজয়ের’ -তকমা দেওয়া হচ্ছে। এমনকি তার উপর বিজয়ের মতন বউ চুরির অভিযোগ উঠেছে।
মুরলি বিজয় তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে যতটা না পরিচিত তার থেকে বেশি তিনি তার কর্মকান্ড নিয়ে পরিচিত। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান মুরলি বিজয় তার সতীর্থ দীনেশ কার্তিকের (Dinesh Karthik) প্রথম স্ত্রী নিকিতা ভাঞ্জারার প্রেমে পড়েন এবং তাকে বিবাহ করে ফেলেন। বিজয় তার এই কাজের জন্য সমাজবদ্ধ রীতি মতন ট্রোলের সম্মুখীন হয়ে থাকেন।
Read More: Team India: ট্রফি জিতে অন্য রূপ দেখালেন রোহিত-দ্রাবিড় জুটি, বিশ্বকাপ জিতে আনন্দে মেতে উঠলো টিম ইন্ডিয়া !!
ভারতীয় দলে হাজির নতুন মুরলি বিজয়
তবে ভারতীয় দলের (Team India) আরো একজন খেলোয়াড় মুরলি বিজয়ের পথ অবলম্বন করলেন। তিনি আর কেউ নন তিনি বলেন স্টার ক্রিকেটার রিংকু সিং (Rinku Singh)। তরুণ রিংকুর উপরেই উঠলো এই বড় অভিযোগ। গতকাল লাইভ ম্যাচে ক্যামেরাবন্দি হয়েছেন রিংকু। গতকাল ম্যাচের পর থেকেই রিংকু এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা জাদেজার নাম সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে।
আসলে ফাইনাল ম্যাচ চলাকালীন তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। যেখানে রিভাবা ও রিংকুকে একসঙ্গে মজা করতে দেখা যাচ্ছে। দুজনকেই একে অপরের সাথে হাসতে ও ঠাট্টা করতে দেখা গিয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। নেটিজেনরা রিঙ্কু সিং কে নিয়ে খিল্লি করছেন। অনেকেই কমেন্ট করে বলেছেন ‘মুরালি বিজয়ের মতো কর না যেন’। তবে আপনাদের জানিয়ে রাখি রিঙ্কু সিং অতি ভদ্র এবং মজাদার একজন ক্রিকেটার। তিনি আইপিএলের সময় নীতিশ রানা ও তার স্ত্রীর সাথেও অনকে হাসি-ঠাট্টা করেছেন।
— Pappu Plumber (@tappumessi) June 30, 2024
বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাননি রিংকু
যদিও এটি একটি গুজব মধ্য সমাজের মাধ্যমে এমন একটি ভিডিও প্রকাশ্যে আসার পরে ভক্তরা নিজেদের মন্তব্য পেশ করেছেন তবে বিশ্বকাপের কথা বলতে গেলে এবারের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি রিংকু। তবে দলের সঙ্গে তিনি ব্যাকআপ প্লেয়ার হিসাবে ছিলেন এবং তিনি গতকাল ভারতীয় দলকে সমর্থন করতে মাঠেই হাজির ছিলেন।
অন্যদিকে রবীন্দ্র জাদেজার কথা বলতে গেলে, চলতি বিশ্বকাপে ব্যাট ও বল হাতে ফ্লপ হয়েছেন জাদেজা। চলতি বিশ্বকাপে মোট ৫ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন জাদেজা এবং মাত্র ১১.৬৭ গড়ে ও ১৫৯.০৯ স্ট্রাইক রেটে কেবলমাত্র ৩৫ রান বানাতেই পেরেছিলেন তিনি। তাছাড়া ৭ ইনিংসে বোলিং করে কেবলমাত্র ১ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন ওভার পিছু ৭.৫৭ রান দিয়ে।