ভারতীয় ক্রিকেট দলের (Team India) কোচিং পদ নিয়ে নাটক ভালোমতোই জারি রয়েছে। বিসিসিআই একদিন আগেই ঘোষণা করেছিল যে তারা কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচ থাকবেন রাহুল দ্রাবিড়। এবার এই বিষয়ে খোদ রাহুল দ্রাবিড়ের বক্তব্য সামনে এসেছে। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়েছেন যে তিনি এখনও কোন চুক্তিতে সই করেননি।

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের বিশ্বকাপের পর। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স এবং অধিনায়ক রোহিত শর্মার সাথে চমৎকার সমন্বয়ের কারণে দ্রাবিড়ের মেয়াদ বাড়ানো হবে বলে আশা করা হচ্ছিল। বিসিসিআইও তাই করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ২৯ নভেম্বর ঘোষণা করেছে যে তারা কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়িয়েছে।
এই বিষয়ে রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখনও বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করিনি। তবে মেয়াদ বাড়ানোর কথা হয়েছে। কাগজপত্র হাতে পেলেই সই করে দেব।’ মনে করা হচ্ছে, ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেন রাহুল দ্রাবিড়। এই সফরের জন্য চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় দল।
দেখুন দ্রাবিড়ের বক্তব্য:
#WATCH | On extension for Rahul Dravid as head coach of Indian Cricket Team, Head coach Rahul Dravid says “I have not yet signed anything as yet, once I get the papers, we will see…” pic.twitter.com/wHhv0EEkLB
— ANI (@ANI) November 30, 2023