IND vs PAK: বিশ্ব লেজেন্ডস লিগে (WCL) পাকিস্তানের বিরুদ্ধে আবারও খেলতে অস্বীকার জানালো টিম ইন্ডিয়া। গ্রুপ পার্যায়ের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছিল ভারতীয় দল। সেমি ফাইনালে সবুজ ব্রিগেডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্লু ব্রিগেডের। তবে, এই ম্যাচ খেলতে অস্বীকার জানিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এই প্রথম নয় এর আগে গ্রুপ পর্যায়ে যখন ভারত ও পাকিস্তানের এই WCL’এর মঞ্চে মুখোমুখি হওয়ার কথা। তখনও খেলতে অস্বীকার জানিয়েছিলেন হরভজন সিং (Harbhajan Singh), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), ইরফান পাঠান (Irfan Pathan), ইউসুফ পাঠান (Yusuf Pathan) প্রমুখরা।
সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারত

সূত্রের খবর, সেমিফাইনাল ম্যাচ হলেও পাক ব্রিগেডের বিরুদ্ধে কিছুতেই খেলতে চায় না শিখর ধাওয়ানের দল। লেজেন্ডস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। বল হাতে ২ উইকেট এবং ব্যাট হাতে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্টুয়ার্ট বিনি। গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তান। সূচি অনুযায়ী সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ৩১ জুলাই, অর্থাৎ আগামিকাল। সেই লাইন আপ নিশ্চিত হওয়ার পরেই লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়িয়েছে অন্যতম স্পনসর ইজমাইট্রিপ।
Read More: BCCI’এর অফিস থেকে চুরি লক্ষ-লক্ষ টাকার জিনিস, তদন্ত করতে গিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য !!
প্রসঙ্গত, প্রতিযোগিতার অন্যতম স্পনসর সংস্থাও জানিয়ে দিয়েছে, পাকিস্তানের কোনও ম্যাচ তারা স্পনসর করবে না। ডব্লিউসিএলে ভারতের এক স্পন্সরের সংস্থার মালিক নিশান্ত পিট্টি জানিয়েছেন, ভারতীয় দলের পারফরমেন্সে তাঁরা গর্বিত। তবে, পাকিস্তান বাঁকি প্রতিপক্ষের মতন নয়। সন্ত্রাস আর ক্রিকেট এক সাথে চলতে পারেনা। তাই ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে ওই সংস্থা জড়িত থাকছে না। গ্রুপ পর্বের ম্যাচে ভারত যেমন খেলতে অস্বীকার জানিয়েছিল তেমনই সূত্রের দাবি সেমিফাইনালেও পাকিস্তানের মুখোমুখি হবে না ভারত।
পাকিস্তানের মুখোমুখি হবে না ভারত

এক সাক্ষাৎকারের আগে শিখর ধাওয়ান জানিয়েছিলেন যে যেমন ভাবে তারা গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়নি, ঠিক তেমন ভাবেই তারা নক আউট পর্যায়েও পাকিস্তানের মুখোমুখি হবে না। আসলে, দিনকয়েক আগে লন্ডনে এক সাংবাদিক শিখরকে প্রশ্ন করেন, যদি সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হয় তাহলে কী করবেন? গব্বর তাকে পাল্টা জবাব দিয়ে বলেন, “আপনি ভুল সময়ে প্রশ্নটা করলেন। এটা জিজ্ঞাসা করা উচিত হয়নি আপনার। আমি যেমন আগেও খেলিনি তেমন আগামী দিনেও খেলবো না।” যদিও, প্রথম সেমিফাইনাল নিয়ে এখনও কোনো অফিসিয়াল বয়ান আসেনি, তবে সূত্রের খবর এই ম্যাচটি ভারতীয় দল খেলবে না বলেই ঠিক করেছে। ভারতীয় দল প্রথম সেমিফাইনাল না খেললে পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।