বাদ বিরাট কোহলি-নাম্বার ৩ হার্ষিত রানা, প্রকাশ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচের ভারতীয় একাদশ !! 1

আবার একবার দেশের বাইরে সিরিজ জিততে ব্যার্থ ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যাবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলের ব্যাটিং প্রদর্শন ছিল খুবই সাধারণ। ভারতীয় দলের কথা বলতে গেলে প্রথম ম্যাচে রান পেয়েছিলেন কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল। তারপর, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল। ভারতীয় দলের বোলিং বিভাগেও খুব একটা ধার দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ অক্টোবর মুখোমুখি হবে ভারতীয় দল। তৃতীয় ম্যাচে ভারতীয় দলে বড় পরিবর্তন লক্ষ করা যেতে পারে। চলমান সিরিজে ব্যার্থতার জেরে একাদশ থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। সিরিজের প্রথম দুই ম্যাচে খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। প্রথম ম্যাচে স্টার্কের কাছে ও দ্বিতীয় ম্যাচে বারলেটের কাছে ডাক আউট হয়েছেন কোহলি।

তৃতীয় ম্যাচে বাদ পড়ছেন কোহলি

বিরাট কোহলি
Virat Kohli | Image: Getty Images

তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়বেন কোহলি। সূত্রের দাবি, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) নতুন ভাবে দলকে গুছিয়ে নিতে চাইছেন তৃতীয় ম্যাচ থেকে। পরস্পর দুই ম্যাচে রান না করতে পারায় তৃতীয় ম্যাচে বাইরে বসতে হবে কিং কোহলিকে। কোহলির বদলে এই ম্যাচে দেখতে পাওয়া যাবে হার্ষিত রানাকে (Harshit Rana)। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় প্রথম দুই ম্যাচে অলরাউন্ডার হিসাবে বেশ ছাপ ফেলেছেন। তবে, এবার হার্ষিতকে ব্যাটসম্যান হিসাবে জায়গা দিতে চলেছেন গম্ভীর। ভারতের ব্যাটিং হাল দেখে হার্ষিত রানাকে তিন নম্বরে পাঠাতে পারেন গৌতম। গৌতমের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রানার, রানাকে কোহলির জায়গায় ব্যাটিংয়ে পাঠাতে পারেন। এদিন একাদশে আরও পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কোহলির জায়গায় কুলদীপ যাদবকে দেখতে পাওয়া যাবে।

Read More: “লজ্জা লজ্জা..”, অজিদের বিপক্ষে সিরিজ হেরে ভারতীয় ওডিআই দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !!

তিন নম্বরে ব্যাটিং করবেন রানা

হার্ষিত রানা
Harshit Rana | Image: Twitter

তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে থাকবেন শুভমান গিল ও রোহিত শর্মা। তিনে নামবেন হার্ষিত রানা (Harshit Rana)। গম্ভীর যেভাবে KKR’এ থাকার সময় সুনীল নারিনকে (Sunil Narine) দিয়ে ওপেনিং করিয়েছিলেন ঠিক তেমনই হার্ষিতকে ফ্লোটার হিসাবে ব্যবহার করবেন তিনি। চারে নামবেন শ্রেয়স আইয়ার, পাঁচ ও ছয় নম্বরে কেএল রাহুল ও অক্ষর প্যাটেল। সাতে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে দেখতে পাওয়া যাবে। পাশাপশি, চার বোলারদের মধ্যে কুলদীপ যাদব, অর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও মোহম্মদ সিরাজকে দেখতে পাওয়া যাবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচের একাদশ

শুভমান গিল, রোহিত শর্মা, হার্ষিত রানা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, নীতিশ রেড্ডি, অর্ষদিপ সিং, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

Read Also: “এটা মুসলমানদের দমন করার চেষ্টা…” সরফরাজ বিতর্কে বিস্ফোরক মন্তব্য আবু আজমির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *