ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) চলতি একদিনের সিরিজ এসে পৌঁছেছে তার চূড়ান্ত পর্বে। রবিবার ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। সিরিজ বর্তমানে ১–১ অবস্থায় রয়েছে। প্রথম ম্যাচে ভারতের একতরফা জয়ের পর রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে এই ম্যাচ শুধুই একটি ট্রফি জয়ের সুযোগ নয়, বরং ভারতের মাটিতে প্রথমবার কোনও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। ভারতের মাটিতে এখনও পর্যন্ত তারা কোনও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিততে পারেনি। একাধিকবার শক্ত লড়াই করেও শেষ হাসি হাসতে পারেনি কিউইরা। ইন্দোরে জয় মানেই সেই দীর্ঘ অপেক্ষার অবসান।
বাদ যাচ্ছেন শ্রেয়স-শুভমান

ভারতের (Team India) কাছে আবার বিষয়টি সম্মান ও ধারাবাহিকতার। ২০১৯ সালের পর থেকে ঘরের মাঠে কোনও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। সেই অপরাজেয় ধারাটি বজায় রাখতে মরিয়া রোহিত শর্মার দল। আসলে আজকের ম্যাচে ক্যাপ্টেনসি করতে দেখতে পাওয়া যাবে না শুভমান গিলকে (Shubman Gill)। তাকে শেষ ম্যাচে বিশ্রামে রাখা হবে। ঘরের মাঠে হার মানা মানেই সমর্থকদের বড় ধাক্কা। কোচ গৌতম গম্ভীরের জন্যও এই ম্যাচ বিশেষ তাৎপর্যপূর্ণ।সাম্প্রতিক সময়ে কিছু অপ্রত্যাশিত পরিসংখ্যান ভারতের বিরুদ্ধে গিয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ড তারা ভারতকে টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছে ঘরের মাঠে। এবারও তাদের কাছে সুযোগ যাচ্ছে ভারতকে এই সিরিজে পরাস্ত করার।
Read More: Team India: নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !!
এখনও পর্যন্ত দুই দল ১১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে। ভারত জিতেছে ৬০টি, নিউজিল্যান্ড ৫০টি এবং ৮টি ম্যাচে কোনও ফলাফল আসেনি। তবে আজকের ম্যাচে দলে বিস্তর বদল দেখতে পাওয়া যাবে। দলে ক্যাপ্টেন রোহিত ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন। তিনে নামবেন বিরাট কোহলি, চারে শ্রেয়সের বদলে আয়ুশ বদনীকে দেখতে পাওয়া যাবে। পাঁচে নামবেন কেএল রাহুল তিনিই উইকে কিপারের ভূমিকা পালন করবেন। শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল এবং তিনি সেই ফর্ম অব্যহত রাখতে চাইবেন। ছয়ে রবীন্দ্র জাদেজাকে দেখতে পাওয়া যাবে। সেভাবে ফর্ম দেখাতে না পারলেও জাদেজার উপর ভরসা দেখাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া স্পিন আক্রমণে কুলদীপ যাদব ও পেস বিভাগে হার্ষিত রানা, অর্ষদীপ সিং ও মোহম্মদ সিরাজকে দেখতে পাওয়া যাবে।
তৃতীয় ম্যাচে সম্ভব্য ভারত একাদশ
রোহিত শর্মা (C), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, আয়ুশ বদনী, কেএল রাহুল (WK), রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং, মোহম্মদ সিরাজ।