IND vs AUS: ওডিআই সিরিজে ২-১ ব্যাবধানে পরাজয়ের পর ভারতীয় দলের লক্ষ ছিল টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করার। ভারত আপাতত টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল ২-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে এবং সিরিজের শেষ ম্যাচটি ব্রিসবেন গব্বাতে অনুষ্ঠিত হতে চলেছে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল, এরপর দ্বিতীয় ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের বার্থতায় ম্যাচ হারতে হয়েছে ভারতকে। তৃতীয় ও চতুর্থ ম্যাচে কামব্যাক করে টিম ইন্ডিয়া। শেষ দুই ম্যাচেই দল দূর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়ে জয় সুনিশ্চিত করে নিয়েছে।
এবার পালা সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজে জয় ছিনিয়ে নেওয়ার। যেহেতু সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যাওয়ার ফলে অস্ট্রেলিয়া দলের কাছে এই সিরিজে সমতা ফেরানোর একটি সুযোগ রয়েছে শেষ ম্যাচে। ২০১৩ সাল থেকে ব্রিসবেন গব্বাতে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া একটি ও টি-টোয়েন্টি ম্যাচ হারেনি, যে কারণে ভারতীয় দলের কাছে এটি একটি চ্যালেঞ্জ হতে চলেছে অস্ট্রেলিয়া বধ করার। ভারতীয় দল শেষ ম্যাচে যেভাবে বোলিং প্রদর্শন দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। এবার পঞ্চম ম্যাচে ভারতীয় দল চাইবে সিরিজ জয়লাভ করতে। টেস্ট সিরিজে পরাজয়ের পর ওডিআই সিরিজেও হেরেছে ভারত। তাই টি-টোয়েন্টি সিরিজটি যেকোনো মূল্যে জিততে চাইবেন গম্ভীর ব্রিগেড।
Read More: বিশ্বকাপ জয়ের পর নিজের শহরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে বাঁধ-ভাঙা উচ্ছ্বাসে মাতলেন ভক্তরা !!
তৃতীয় ম্যাচ থেকে বাদ পড়ছেন অভিষেক

শেষ ম্যাচে ভারতীয় দলে দেখা যাবে বড় পরিবর্তন ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মাকে (Abhishek Sharma) শেষ ম্যাচে দেখতে পাওয়া যাবে না। তাঁর বদলে দলে দেখতে পাওয়া যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। সঞ্জুকে শেষ দুই ম্যাচ ধরে বসিয়ে রাখা হয়েছিল, তবে শেষ ম্যাচে সুযোগ পেতে চলেছেন তিনি। শুভমান গিলের সঙ্গে ওপেনিং করবেন সঞ্জু। তিনে তিলক ভার্মা (Tilak Varma) ও চারে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখতে পাওয়া যাবে। মিডিল অর্ডারে শিবম দুবের (Shivam Dube) জায়গায় রিংকু সিংকে (Rinku Singh) দেখতে পাওয়া যাবে। তাছাড়া, জিতেশ শর্মা, ওয়াসিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলদের দলের মধ্যক্রমে দেখা যাবে। পাশাপশি, স্পিন বোলারদের মধ্যে দেখতে পাওয়া যাবে বরুণ চক্রবর্তীকে। অর্ষদীপ ও জসপ্রীত বুমরাহ থাকবেন পেস বোলিংয়ের দায়িত্বে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পঞ্চম ম্যাচের একাদশ
শুভমান গিল, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), ওয়াসিংটন সুন্দর, রিংকু সিং, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (WK), জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী।