ভারতীয় দল (Team India) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচটি আগামী বৃহস্পতিবার থেকে। কেনিংটন ওভালে এই সিরিজের পঞ্চম ম্যাচটি খেলা হবে। পঞ্চম টেস্টের আগেই ভারতীয় দলের দুই খেলোয়াড়কে পাওয়া যাবে না বলে বিসিসিআই আগে থেকে জানিয়ে দিয়েছে। চতুর্থ টেস্টে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ভাইস কাপেন ঋষভ পন্থ (Rishabh Pant), যে কারণে পঞ্চম টেস্টে পন্থকে পাচ্ছে না ভারতীয় দল। পাশাপশি, তারকা পেসার জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah) চতুর্থ টেস্টে উপলব্ধ থাকবেন না। বুমরাহ ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে জানিয়ে দিয়েছিলেন যে তিনি তিনটি টেস্টে উপলব্ধ থাকবেন। ইংল্যান্ড সফরে বুমরাহ প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টটি খেলেছেন, যে কারণে শেষ ম্যাচে তাকে আর পাওয়া যাবে না।
পঞ্চম টেস্টে সুযোগ নেই জয়সওয়ালের

ভারতীয় দল পঞ্চম টেস্টের জন্য স্কোয়াডে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে শামিল করেছে। সিরিজের শেষ ম্যাচে তাকে দেখতে পাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। পঞ্চম টেস্টে নতুন দল বেছে নিতে চাইবে বিসিসিআই। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল সেভাবে ছন্দ দেখাতে পারছেন না। ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল জয়সওয়ালকে। এর আগে লর্ডসের দ্বিতীয় ইনিংসেও অহেতুক শট খেলে নিজের উইকেট হারিয়ে ফেলেছিলেন তিনি। যে কারণে, পঞ্চম টেস্টে তাকে বেঞ্চে বসাবেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূত্রের দাবি, পঞ্চম টেস্ট ম্যাচে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে অবশেষে সুযোগ দেবেন প্রধান কোচ গম্ভীর। কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে অভিমন্যুকে। ইংল্যান্ড সফরে তিন নম্বরে চার ইনিংসে ব্যাটিং করেছেন সাই সুদর্শন (Sai Sudharsan) এবং চারবার ব্যাটিং করেছেন করুণ নায়ার (Karun Nair)। শেষ টেস্টে তিনে ব্যাটিং করতে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel)।
Read More: Team India: পঞ্চম টেস্টের আগে মাথায় হাত টিম ইন্ডিয়ার, ছিটকে গেলেন তারকা পেসার !!
বাংলার ২ তারকা পাচ্ছেন সুযোগ

চারে ব্যাটিং করবেন ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill)। পাঁচে দেখতে পাওয়া যাবে ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar)। ম্যানচেস্টার পাঁচে ব্যাটিং করতে দেখা গিয়েছিল সুন্দরকে। তিনি ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন, যে কারণে ওভালেও তাকে পাঁচে ব্যাটিং করতে দেখা যাবে। ছয়ে নামবেন নারায়ণ জগদীশন। সাতে ব্যাটিং করতে আসবেন ইনফর্ম রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পঞ্চম টেস্টে বুমরাহ উপালব্ধ না থাকায় তাঁর বদলে বাংলার তারকা পেসার আকাশ দীপকে দেখতে পাওয়া যাবে। তিনি আট নম্বরে ব্যাটিং করবেন। তাছাড়া, চতুর্থ টেস্ট খেলা আনসুল কম্বোজের বদলে অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) শামিল করবে টিম ম্যানেজমেন্ট। ওভালে অতিরিক্ত স্পিনার সংযোগ করবে ভারতীয় দল। কুলদীপ যাদব (Kuldeep Yadav) অবশেষে পঞ্চম টেস্টে জায়গা বানিয়ে নেবেন এবং মহম্মদ সিরাজকে এই টেস্টে দেখতে পাওয়া যাবে পেস আক্রমণকে নেতৃত্ব দিতে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টেস্টের সম্ভব্য একাদশ
অভিমন্যু ঈশ্বরন, কেএল রাহুল, ধ্রুব জুড়েল, শুভমান গিল (C), ওয়াসিংটন সুন্দর, নারায়ণ জগদীশন (WK), রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং, মহম্মদ সিরাজ।