ভারতীয় দলকে আবার একবার দেখতে পাওয়া যাবে টি-টোয়েন্টি ক্রিকেটে মনোনিবেশ করতে। ভারতীয় দল ২০২৫ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবার ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতীয় দলের কথা বলতে গেলে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে নজরে রেখে টিম ইন্ডিয়া বড় সিদ্ধান্ত নিতে চলেছে। সূর্যকুমার যাদবের হতেই থাকবে দলের নেতৃত্ব এবং দলে শুভমান গিলকেও দেখতে পাওয়া যাবে। তবে, ভারত সফরে সাদা বলের সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজদের বিরুদ্ধে আবার ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাঁধে।
হার্দিকের হাতে উঠছে ভারতীয় দলের দায়িত্ব

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং তাঁর ডেপুটি হিসাবে থাকছেন রিঙ্কু সিং (Rinku Singh)। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে (Shubman Gill) উইন্ডিজদের বিরুদ্ধে বিশ্রামে রাখা হবে। ভারতের হয়ে ওপেনিং করবেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। পাশাপশি ব্যাকআপ ওপেনার হিসাবে থাকবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। মিডিল অর্ডারে দায়িত্ব সামাল দেবেন তিলক ভার্মা (Tilak Varma)। পাশাপশি, শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে ফেরানো হবে। চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরবেন ঋষভ পন্থও।
দলে ফিরছেন শ্রেয়স-যশস্বী

পাশাপশি, লোয়ার মিডিল অর্ডারে হার্দিক পান্ডিয়ার সাথে অক্ষর প্যাটেল ও শিবম দুবেকে দেখতে পাওয়া যাবে। তিনজনই এই ফরম্যাটের প্রভাবশালী অলরাউন্ডার। দুবের বোলিং নিয়ে জল্পনা থাকলেও এশিয়া কাপের মঞ্চে তিনি দুর্দান্ত প্রদর্শন দেখান। ফিনিশার হিসাবে রিংকু সিংকে (Rinku Singh) ও রিয়ান পরাগকে (Riyan Parag) দেখতে পাওয়া যাবে। স্পিন আক্রমণ সামলাবেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তাছাড়া, পেসারদের ভূমিকায় হার্ষিত রানা, অর্ষদীপ সিংয়ের পাশাপশি মোহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণকে দেখতে পাওয়া যাবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্কোয়াড
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্ষিত রানা, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), প্রসিদ্ধ কৃষ্ণা, রিংকু সিং, মোহম্মদ সিরাজ।