দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলে সিরিজে দাপট দেখানোর পর টিম ইন্ডিয়া তাদের পরবর্তী সিরিজটি নিউজিল্যান্ডের বিরুদ্ধেই খেলতে চলেছে। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে প্রস্তুত ভারতীয় দল। ভারতকে কিউইদের বিরুদ্ধে তিনটি ওডিআই ও ৫ টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে থামবে। প্রথমে ওডিআই সিরিজ দিয়েই সিরিজের সূচনা হবে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দল ঘোষণা করে দিয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিশ্বকাপের আবহে বিশ্বকাপের জন্য নির্বাচিত দল নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। তবে এখনও পর্যন্ত ওডিআই দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বেশ কিছু সূত্রের দাবি আসন্ন এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে ফিরতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক শুভমান দক্ষিণ আফ্রিকা সিরিজে অনুপস্থিত ছিলেন।
দায়িত্বে ফিরছেন শুভমান গিল

প্রোটিয়াসদের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন ঘাড়ে গুরুতর ভাবে চোট পেয়েছিলেন তিনি। তাই ওডিআই সিরিজ থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। ভারত দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাস্ত করেছিল। এবার ভারতের পালা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের। কিউইদের বিরুদ্ধে ভারতীয় দলে ফিরতে চলেছেন ঈশান কিষণ (Ishan Kishan)। তাকে শ্রেয়াস আইয়ারের বদলি হিসেবে দেখতে পাওয়া যাবে। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন শ্রেয়াস। তার চোট এতটাই গুরুতর যে এখনো পর্যন্ত কোন প্রকার খেলাতেই ফিরতে পারলেন না তিনি। এবার তার জায়গা নিতে চলেছেন ঈশান কিষান (Ishan Kishan)। ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কওয়ার্ডকে দেখতে পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পেয়েছেন চারজনই।
Read More: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, মাঠের মধ্যেই প্রাণ হারালেন তারকা কোচ !!
দল থেকে বাদ পড়বেন জাদেজা

উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুল থাকবেন স্কোয়াডে। ওডিআই দলে জায়গা হবেনা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অক্ষর প্যাটেলের (Axar Patel)। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ২ তারকাকে বিশ্রাম দেবে বিসিসিআই। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দ ফিরে না পাওয়া রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja) বাইরে যেতে হবে এই সিরিজ থেকে। অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও হার্ষিত রানার (Harshit Rana) উপরে থাকবে দায়িত্ব। বোলিং বিভাগের দায়িত্ব সামাল দেবেন অর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব ও মোহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভব্য স্কোয়াড
শুভমান গিল (C), কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান (WK), ঋতুরাজ গাইকোয়ার্ড, ওয়াসিংটন সুন্দর, হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্ষদীপ সিং, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, তিলক ভার্মা, শাহবাজ আহমেদ।