আগামী মাসেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যদিও, ভারতীয় দল (Team India) তাদের প্রতিটি ম্যাচ দুবাইতে খেলতে চলেছে। এমনকি ভারত যদি সেমি ফাইনাল বা ফাইনাল পৌঁছায় তাহলেও ভারতের জন্য দুবাইতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নক আউট ম্যাচ গুলি। আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খুব জলদি স্কোয়াড প্রকাশ করবে বিসিসিআই। তবে সূত্রের খবর অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বোর্ড ইতিমধ্যেই সম্ভাব্যরূপ স্কোয়াড তৈরি করে ফেলেছে।
পৃথ্বী শ ছিনিয়ে নিলেন জায়গা
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছেন পৃথ্বী শ (Prithvi Shaw), নির্বাচকরা আবার একবার দলে এই তরুণ ডানহাতি ব্যাটসম্যানকে সুযোগ করে দিলো। দীর্ঘ দিন ধরে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ পড়েছিলেন পৃথ্বী। তবে এবার তিনি ফিরে এলেন জাতীয় দলের সার্টিকে। জানা গিয়েছে, নির্বাচকরা পৃথ্বীর থেকে তারা সেরাটা দেখতে চায়। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চেই তাকে সুযোগ দিতে চাইছে নির্বাচকরা। পৃথ্বী শ কিছুদিন আগেই মুম্বাইয়ের ঘরোয়া দল থেকে বাদ পড়েছেন, তবে তাকে শেষ সুযোগ দিতে চাইবেন নির্বাচক অজিত আগারকার। টিম ইন্ডিয়ার ব্যাক আপ উইকেট কিপার হিসাবে এন্ট্রি নিতে চলেছেন ঈশান কিষান (Ishan Kishan), প্রায় ১৩ মাস জাতীয় দলের বাইরে রয়েছেন ঈশান। তবে ঘরোয়া ক্রিকেটে ছন্দ দেখানোর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।
ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার নির্বাচকদের উপেক্ষা করতেই দল থেকে বাদ পড়েছিলেন। তবে, তাকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনবেন অজিত। আসলে ঘরোয়া ক্রিকেটে দারুন প্রদর্শন দেখিয়েছেন ঈশান যে কারণে ঈশানকে জাতীয় দলে ফিরিয়ে আনতে মোরিয়া মুখ্য নির্বাচক। এখানেই শেষ নয়, জাতীয় দলে বামহাতি পেসার খালীল আহমেদ এন্ট্রি নিতে চলেছেন। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা খলিল জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন খলিল এবং জাতীয় দলে নিজের জায়গা আবার পাকা করতে চলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি দলকে নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার ডেপুটি হিসাবে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দেখতে পাওয়া যাবে।
ভারতীয় দলে দেখা যাবে তরুণদের তারতম্য
ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মা, বিরাট কোহলি, পৃথ্বী শ, শুভমান গিলদের দেখা যাবে। উইকেট রক্ষকের ভূমিকায় দলে তিনজনকে নির্বাচন করবে নির্বাচক কমিটি। দলে জায়গা করে নেবেন কেএল রাহুল, ঋষভ পন্থ এবং ঈশান কিষান। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নিয়োগ করা হবে। অন্যদিকে, দল থেকে বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাশাপাশি, দলের স্পিন ভূমিকায় কুলদীপ যাদবকে দেখতে পাওয়া যাবে। খলিল আহমেদ সহ জসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ ও মোহম্মদ শামিকে ভারতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে পাওয়া যাবে।