বাদ রোহিত-বিরাট, সুযোগ পেলেন শ্রেয়স আইয়ার, প্রকাশ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ODI স্কোয়াড !! 1

ভারতীয় ক্রিকেট (Team India) দলে বড় রদবদল! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর ওডিআই সিরিজের কথা বলতে গেলে, দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়াই অজি সফরে যাবে টিম ইন্ডিয়া। আসন্ন এই সিরিজের জন্য টিম ম্যানেজমেন্ট তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর সেই সুযোগে দলে ফিরলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দলের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে শুভমান গিলকে (Shubman Gill) এবং তাঁর ডেপুটি করা হয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)।

দল থেকে বাদ পড়বেন রোহিত – বিরাট

Champions trophy 2025, এশিয়া কাপ, ভারত, team india
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

গত কয়েক বছর ধরে রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ ছিলেন। ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে দূরে সরে গিয়েছেন দুজনেই। শেষবার চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে দুজনকে একসাথে থাকা গিয়েছিল দুজনেই সেই টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এবার রোহিত ও বিরাটকে ছাড়াই ভারতীয় দল বাছাই করবেন নির্বাচকরা। শ্রেয়স আইয়ারও দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে আইয়ারের কামব্যাক ভারতীয় ব্যাটিং অর্ডারে নতুন ভারসাম্য আনতে পারে। তিনিও শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন।

Read More: Team India: বাদ অভিষেক শর্মা, এন্ট্রি নিলেন রিয়ান পরাগ, প্রকাশ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল !!

শুভমান গিলের হাতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া মানে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হওয়া। গিল আপাতত ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। ধারাবাহিক পারফরম্যান্স এবং শান্ত স্বভাবের কারণে নির্বাচকদের আস্থা তিনি অর্জন করেছেন। গিল এখনো পর্যন্ত সেভাবে বিদেশের মাটিতে ওডিআই ম্যাচ খেলেনি তাই তার কাছে অস্ট্রেলিয়া সিরিজটি বড় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে চলেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া সবসময়ই ভারতীয় দলের জন্য কঠিন প্রতিপক্ষ। তাদের শক্তিশালী পেস আক্রমণ এবং আক্রমণাত্মক ব্যাটিং ভারতকে ভোগাবে নিশ্চিত। তবে ভারতীয় দলের তরুণরা সুযোগটা কাজে লাগাতে মরিয়া। আইয়ার ছাড়াও মধ্যক্রমে থাকবেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তের মতো তারকারা।

শুভমানের নেতৃত্বে নতুন যুগ শুরু ভারতের

Team india
Shubman Gill | Image: Getty Images

এ ছাড়া স্পিন বিভাগে আছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যারা অজি ব্যাটারদের চাপে ফেলতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই সিরিজ ভারতের তরুণদের জন্য বড় পরীক্ষা। রোহিত-বিরাট ছাড়া ভারতীয় দল কেমন করে লড়াই করে সেটাই দেখার বিষয়। শুভমান গিলের নেতৃত্বে দল যদি সফল হয়, তবে ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেট নতুন এক দিক পেতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তরুণ ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েই এখন ক্রিকেট বিশ্বে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ধ্রুব জুড়েল, হার্দিক পান্ডিয়া, রজত পতিদার, তিলক ভার্মা, অর্ষদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ, হার্ষিত রানা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

Read Also;.সুদর্শনের ভুলে রান আউটের ফাঁদে, মাঠেই মেজাজ হারালেন কেএল রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *