বাদ জয়সওয়াল-সুন্দর, এন্ট্রি পন্থ-জুড়েলের, প্রকাশ্যে দঃ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তৃতীয় ওডিআই ম্যাচের একাদশ !! 1

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই সিরিজটিতে দেখা যাচ্ছে সেঞ্চুরির পর সেঞ্চুরি। প্রথম ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) সেঞ্চুরিতে জয় এসেছিল ভারতীয় শিবিরে। দ্বিতীয় ম্যাচে কোহলি ও ঋতুরাজের সেঞ্চুরির পর জবাবে ব্যাটিংয়ে এসে এইডেন মার্কারমের (Aiden Markram) অনবদ্য সেঞ্চুরি ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। আপাতত ৩ ম্যাচের সিরিজে ১-১ ব্যাবধানে সমতায় ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকা দল। বিশাখাপত্তনমে শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই মাঠ সবসময় ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত ভূমিকা পালন করে এসেছে। তৃতীয় ম্যাচে ভারতের জয় দেখতে মোরিয়া থাকবে ভক্তরা। তবে, সিরিজ নির্ধারক ম্যাচে দলে দেখা যাবে বড় পরিবর্তন।

বাদ পড়ছেন যশস্বী জয়সওয়াল

জয়সওয়াল ind vs sa
Yashasvi Jaiswal | Image: Getty Images

তৃতীয় ম্যাচে ভারতীয় দলে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে এই ম্যাচে ওপেনার হিসেবে দেখতে পাওয়া যাবে রোহিত শর্মার সাথে নতুন এক জুটিকে। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ঋতুরাজ গাইকোয়ার্ডকে রোহিতের সঙ্গে ওপেনিং করতে দেখতে পাওয়া যাবে। প্রথম দুই ম্যাচে ব্যার্থ হন যশস্বী জয়সওয়াল। তার জায়গাতেই ঋতুরাজকে ওপেনিং করতে দেখতে পাওয়া যাবে। তিন নম্বরে স্বাভাবিক ভাবে থাকছেন বিরাট কোহলি (Virat Kohli), চলতি সিরিজের দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। তৃতীয় ম্যাচেও বড় রানের লক্ষমাত্রা থাকবে কোহলির। চার নম্বরে দেখতে পাওয়া যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। এখনও পর্যন্ত এই সিরিজে সুযোগ না পাওয়া পন্থ অবশেষে ওডিআই ক্রিকেটে এন্ট্রি নিতে চলেছেন। মিডিল অর্ডারে একজন বামহাতি ব্যাটসম্যান সবসময় দলের প্লাস পয়েন্ট। আর সেখানে পন্থের মতন ব্যাটসম্যান যিনি আগ্রাসী ব্যাটিং করে প্রতিপক্ষের থেকে ম্যাচ অনেক দূরে নিয়ে যেতে পারেন।

Read More: “রাজনৈতিক দল তৈরি করেছে…” রোহিতের বদলে রাহুলকে ক্যাপ্টেন করায় ক্ষুব্ধ সুনীল শেট্টি, করলেন এই মন্তব্য !!

জুড়েল পাবেন ম্যাচে সুযোগ

বাদ জয়সওয়াল-সুন্দর, এন্ট্রি পন্থ-জুড়েলের, প্রকাশ্যে দঃ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তৃতীয় ওডিআই ম্যাচের একাদশ !! 2
Dhruv Jurel | Image: Twitter

পাঁচে ব্যাটিং করতে নামবেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel), যিনিও এই ম্যাচে সুযোগ পাবেন। প্রথম দুই ম্যাচে ওয়াসিংটন সুন্দরকে পাঁচে ব্যাটিং করতে দেখতে পাওয়া গিয়েছিল তবে তিনি সেভাবে সফল হয়ে ওঠেননি। শেষ ম্যাচে অতিরিক্ত ব্যাটিং নিয়ে মাঠে নামবে ভারত। ছয়ে ব্যাটিংয়ে নামবেন কেএল রাহুল (KL Rahul)। সিরিজের আগে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন তিনি ছয় নম্বরে ব্যাটিং করবেন এবং সাতে থাকছেন জাদেজা। তাছাড়া, চার বোলারদের মধ্যে থাকছেন হার্ষিত রানা, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং (Arshdeep Singh) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। এই সিরিজে ভারতের বোলিং ছিল অতি জঘন্য, তবুও এই বলির আক্রমণের উপরে ভরসা দেখাতে চাইবেন রাহুল গম্ভীর জুটি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভব্যা একাদশ

রোহিত শর্মা, ঋতুরাজ গাইকোয়ার্ড, বিরাট কোহলি, ঋষভ পন্থ (WK), ধ্রুব জুড়েল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, অর্ষদীপ সিং, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।

Read Also: বলিউডের নায়িকার প্রেমে মজলেন শ্রেয়স আইয়ার, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *