এশিয়া কাপ ২০২৫ ফাইনালের (Asia Cup 2025) আগে ভারতীয় ক্রিকেটে চরম উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ইন্ডিয়া। মেগা ফাইনালের আগে ভারতীয় শিবিরে হতে চলেছে বড়সড় পরিবর্তন। ফাইনালের মূল একাদশ প্রকাশ্যে আসতেই চমকে গেছেন সমর্থকরা। সূত্রের খবর এই মেগা ম্যাচে দলে জায়গা হচ্ছে না ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারকে ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাটা খুব একটা সহজ হবে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর চোট এতটাই গুরুতর যে তিনি এই মেগা ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না। হার্দিক পান্ডিয়ার পাশাপশি দলে জায়গা হচ্ছে না হার্ষিত রানার (Harshit Rana)। হার্ষিতকে যতদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছিল বুমরাহকে বিশ্রাম দিয়ে।
মেগা ম্যাচে বাদ পড়ছেন হার্দিক ও হার্ষিত

তবে দলে সুযোগ পেয়ে অতিরিক্ত রান ব্যয় করেছেন তিনি। ফাইনালের দলে, চোটের কারণে হার্দিক পান্ডিয়া এবং খারাপ পারফর্মেন্স দেখানোর জন্য বাদ পড়ছেন হার্ষিত রানা। হার্দিক পান্ডিয়ার জায়গায় এন্ট্রি নিতে চলেছেন রিঙ্কু সিং (Rinku Singh) এবং হার্ষিত রানার বদলে দলে ফিরবেন বুমরাহ। ফাইনালের দলে সবচেয়ে বড় চমক অবশ্য হার্দিক পান্ডিয়ার বাদ পড়া। তিনি ভারতের মিডল অর্ডারে ও ফিনিশার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপশি, বোলিং হাত মন্দ নয় তাঁর। হার্দিক এখনও সুস্থ না হয়ে ওঠায় বাধ্যতামূলক ভাবে দলে পরিবর্তন আনতে হচ্ছে টিম ইন্ডিয়ার। কে কারণে দলে ডাক পাচ্ছেন রিঙ্কু সিং। রিঙ্কুকে মূলত ফিনিশার হিসেবে দলে আনা হয়েছে। শেষ কয়েক বছরে তিনি প্রমাণ করেছেন, ডেথ ওভারের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। আইপিএলে ও ভারতের জার্সিতে তিনি সমান ভাবে পারফরম্যান্স করে গিয়েছেন। হার্দিক বাদ পড়ায় ভারতের একাদশে নতুন ভারসাম্য তৈরি হয়েছে।
মেগা ফাইনালে ডিরেক্ট এন্ট্রি রিংকুর

ব্যাটিংয়ে দায়িত্ব বাড়ছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), সঞ্জু স্যামসনদের (Sanju Samson) কাঁধে। শুরুতে অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করছেন তিনিই এদিন ফাইনালে ভারতের স্টার পারফর্মার হয়ে উঠবেন। শুভমান পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত ছন্দ দেখিয়েছিলেন। তাছাড়া, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, ক্যাপ্টেন স্কাইয়ের উপর ভর করে থাকবে ভারতের ব্যাটিং। অলরাউন্ডার হিসাবে শিবম দুবে ও অক্ষর প্যাটেল দলের অক্সিজেনের কাজ করবে। তাছাড়া, বোলিংয়ের দায়িত্বে কুলদীপ, বুমরাহ ও বরুণ এই টুর্নামেন্টে অনবদ্য। হার্দিক না থাকায় ভারতীয় দলে বাড়তি একটি চাপ থাকলেও ভারতীয় দলে মানসম্পন্ন খেলোয়াড়রা রয়েছেন যারা পাকিস্তানের মতন দলকে হারাতে সক্ষম হবেন।
ফাইনালে ভারতের সম্ভব্য একাদশ
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রিঙ্কু সিংজ অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।