আগামীকাল মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড (IND vs NZ)। বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছিয়েছে ভারত। ভারতীয় দল চাইবে আবার একটি আইসিসি শিরোপা নিজেদের নামে করতে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ও ভারত উভয়ই এক গ্রুপে থাকার সুবাদে গ্রুপ পর্যায়ে দুই দল মুখোমুখি হয়েছিল। সেদিন অবশ্য নিউজিল্যান্ডকে হারিয়ে এ’ গ্রুপের শীর্ষে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ভারতীয় দল চাইবে আগামীকাল মেগা ফাইনালে কিউইদের পরাস্ত করে তৃতীয় বারের জন্য আইসিসির এই শিরোপা জয় করতে।
বাদ পড়তে চলেছেন কুলদীপ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে ভারতীয় দলে পরিবর্তন দেখা যেতে পারে। যদিও, ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিজয়ী দলকে নিয়েই খেলতে বেশি আগ্রহী। কিন্তু, গুরুত্বপূর্ণ ম্যাচে এবং শিরোপা জিততে ম্যানেজমেন্ট দলে বদল আনতে চাইবে। আসলে, পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় বোলাররা খুব ভালো প্রদর্শন দেখিয়েছেন। তবে, কুলদীপ যাদব বাঁকিদের মতন সফল হতে পারেননি। চার ম্যাচ খেলে তিনি ৫ উইকেট নিয়েছেন। তবে, শেষ দুই ম্যাচে তাকে ছন্দছাড়া মনে হয়েছে। আপাতত ওভার পিছু ৫.০১ করে রান দিয়েছেন তিনি তবুও ভারতীয় দল চাইবে, শেষ ম্যাচে নতুন চমক দিতে।
Read More: CT 2025 IND vs NZ: তৃতীয় ট্রফি’র লক্ষ্যে মাঠে নামছে ভারত, স্পিনেই লুকিয়ে কিউই বধের ফর্মূলা !!
গ্রুপ পর্যায়ের ম্যাচে, ভারত যখন নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল তখন ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে স্পিনার বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) সুযোগ দিয়েছিল। বরুণ প্রথম ম্যাচেই কিউইদের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়েছিল। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি উইকেট তুলে নিয়েছিলেন। এবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিউইদের বিরুদ্ধে নতুন খেলোয়াড়কে সুযোগ রয়েছে। সূত্রের খবর, মেগা ফাইনালে ভারতীয় দলে নতুন খেলোয়াড় হিসেবে ওয়াসিংটন সুন্দরকে দলে সুযোগ করে দেবে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুলদীপ যাদব ভালো প্রদর্শন দেখাতে ব্যার্থ হয়েছিল তাই এই পরিবর্তনটি দেখা যেতে পারে।
ওয়াসিংটন সুন্দর নেবেন দলে এন্ট্রি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে রোহিত শর্মা এবং শুভমান গিলকে (Shubman Gill) দেখতে পাওয়া যাবে। তিনে কিং কোহলি (Virat Kohli) এবং মিডিল অর্ডারে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), অক্ষর প্যাটেল (Axar Patel) এবং কেএল রাহুল (KL Rahul)। লোয়ার মিডিল অর্ডারে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। এছাড়া মোহম্মদ শামি (Mohammed Shami) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) দুজনকে বোলার হিসাবে দেখতে পাওয়া যাবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভব্য একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দর, মোহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।