বাদ রোহিত-জাদেজা, নীতিশ-জিতেশের এন্ট্রি, প্রকাশ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই একাদশ !! 1

IND vs NZ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে এবং সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গিয়েছে। প্রথম ম্যাচের কথা বলতে গেলে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ৩০০ রান বানায় নিউজিল্যান্ড। যার জবাবে ভারত জয়লাভ করলেও ভারতের জয় সহজে আসেনি। তাছাড়া, ভারতের হয়ে প্রথম ম্যাচেই ছন্দ দেখিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) যিনি ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। ক্যাপ্টেন শুভমান ৫৬ ও ভাইস ক্যাপ্টেন শ্রেয়স ৪৯ রান বানিয়েছিলেন। প্রথম ম্যাচে ভারতের জয়ের পর স্কোয়াডে (IND vs NZ) পরিবর্তন লক্ষ করা গিয়েছে, চোটে আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াসিংটন সুন্দর। তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছেন আয়ুশ বদনী।

অনবদ্য জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া

Ind vs nz
IND vs NZ | Image: Getty Images

দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যাবে। ভারতীয় দলে ওপেনারের বদল দেখতে পাওয়া যাবে, ক্যাপ্টেন শুভমানের সঙ্গে ব্যাটিং করতে দেখতে পাওয়া যাবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। জয়সওয়াল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রোহিত প্রথম ম্যাচে জলদি আউট হতেই তাঁর বদল দেখতে পাওয়া যাবে। প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে ফ্লপ ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর জায়গায় নামতে পারেন নীতিশ কুমার রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণর বদলে বামহাতি অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) দেখতে পাওয়া যাবে। রাজকোটে খেলা অনুষ্ঠিত হবে যে কারণে এখানে ব্যাটসম্যানদের জন্য বেশ সুবিধা রয়েছে এবং আগামীকালের ম্যাচে বড় রান দেখতে পাওয়া যেতে পারে।

IND vs NZ 2ND ODI 2026 PITCH REPORT

Ind vs nz
Niranjan Shah Stadium | Image: Getty Images

১৪ জানুয়ারি রাজকোটে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। ভারত চাইবে এই ম্যাচ জিতে সিরিজ হাতের মুঠোয় করতে এবং নিউজিল্যান্ড চাইবে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে। এখানকার পিচ এককথায় ব্যাটিং স্বর্গ, ব্যাটসম্যানরা খুব রান পাবেন এখানে। শুরুর দিকে ৪-৫ ওভার সুইং পাবেন পেসাররা, তাছাড়া মাঝের দিকে ধীর গতির বল এখানে বেশ কার্যকর ভূমিকা পালন করবে। তাছাড়া, এখানের পিচে সেভাবে কোনো সাহায্য পাবে না বোলাররা। প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও রানের পাহাড় লক্ষ করা যাবে।

এই ৩ খেলোয়াড় থাকবেন নজরে

বিরাট কোহলি

সকলের নজরে আবার থাকবেন বিরাট কোহলি (Virat Kohli)। পরস্পর পাঁচ ইনিংসে কোহলির ব্যাট থেকে ৫০’এর বেশি স্কোর এসেছে। প্রথম ম্যাচে সেঞ্চুরির থেকে ৭ রান দূরে ছিলেন কোহলি, তবে রাজকোটে কোহলির ব্যাট আবার গর্জে উঠবে এবং তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি আসতে পারে। শেষ পাঁচ ম্যাচে কোহলি দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

শ্রেয়স আইয়ার

সবার নজরে থাকবেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইআরও (Shreyas Iyer)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট পাওয়ার পর দলে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচেই রান পেয়েছেন তিনি। বরাবরই কিউইদের বিরুদ্ধে ভালো খেলে থাকেন শ্রেয়স। দ্বিতীয় ম্যাচেও শ্রেয়সের ব্যাট থেকে বড় ইনিংস দেখতে পাওয়া যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

হার্ষিত রান

নজরে থাকবেন তারকা অলরাউন্ডার হার্ষিত রানাও (Harshit Rana)। প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন হার্ষিত রানা। বল হাতে দুই উইকেট নেওয়ার পর প্রয়োজনীয় ২৯ রানের ইনিংসও খেলেছিলেন হার্ষিত। ২০২৫’ সালে ওডিআই ফরম্যাটে ভারতের সফল বোলার ছিলেন হার্ষিত। এই পরিস্থিতিতে তাঁর দিকে নজর রাখবে ভক্তরা।

দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতের সম্ভব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (C), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, নীতিশ রেড্ডি, কেএল রাহুল (WK), জিতেশ শর্মা, হার্ষিত রানা, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং, মোহম্মদ সিরাজ।

Read Also: পাকিস্তানি পরিচয়েই কি অপমান? BBL-এ ব্যাটিং করতে এসে রিজওয়ানকে কান ধরে মাঠছাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *