IND vs ENG: টিম ইন্ডিয়া (Team India) বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচে জয় লাভ করে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ভারতের একটি দুর্দান্ত জয়ের পর ভারতীয় দল পরবর্তী ম্যাচটি কটকের বারাবতী স্টেডিয়ামে খেলতে চলেছে। ইতিমধ্যে দুই দল পৌঁছে গিয়েছে কটকে আগামীকাল সিরিজে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। বিরাট কোহলির (Virat Kohli) জায়গায় তাকে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। আসলে প্রথম ম্যাচে চোটের কারণে দলে জায়গা হয়নি কোহলির। তার বদলে প্রথম ওডিআইতে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। অভিষেক ম্যাচে কেবলমাত্র ১৫ রান বানাতে পেরেছিলেন জয়সওয়াল। তার এই পারফরমেন্সের পর যশস্বী জয়সওয়ালকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।
বাদ পড়ছেন জয়সওয়াল
![বাদ জয়সওয়াল, বরুণ চক্রবর্তীর অভিষেক, প্রকাশ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচের একাদশ !! 2 Ind vs eng](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/396110.6.jpg)
জানা গিয়েছে যে কিং কোহলি ফিট এবং তিনি দ্বিতীয় ম্যাচটি খেলতে পারবেন। এই কারণে, যশস্বীকে বাইরে থাকতে হতে পারে। শুধু তাই নয়, বরুণ চক্রবর্তীও (Varun Chakravarthy) প্লেয়িং একাদশে প্রবেশ করতে পারেন। আসলে, বরুণ চক্রবর্তী টি-টোয়েন্টি ক্রিকেটে খুব ভালো পারফর্ম করেছিলেন। যে কারণে বিসিসিআই তাকে ওডিআই দলেও শামিল করেছে। এটা বিশ্বাস করা হচ্ছে যে, বরুণকে হয়তো আবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ দেওয়া হবে। যে কারণে তাকে কটকে অভিষেক করতে দেখা যেতে পারে। আর বরুণ যদি দ্বিতীয় ম্যাচে এন্ট্রি নেন তাহলে ভারতীয় একাদশে পরিবর্তন দেখা যাবে। দল থেকে বাদ পড়তে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
বরুণ চক্রবর্তী নিচ্ছেন এন্ট্রি
![বাদ জয়সওয়াল, বরুণ চক্রবর্তীর অভিষেক, প্রকাশ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচের একাদশ !! 3 ind-vs-eng-1st-t20i-eng-innings-report](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/01/IND-vs-ENG-1-1024x682.jpg)
যদিও আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা করেনি বিসিসিআই। তবে, প্রথম ম্যাচে বল হাতে কুলদীপকে ছন্দে দেখা যায়নি। তাই কুলদীপ যাদবের পরিবর্তে বরুণ চক্রবর্তীর খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে কুলদীপ ৯.৪ ওভারে ৫৩ রান দিয়ে ১ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে কুলদীপ যাদব ইংলিশ দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নিয়েছিলেন এবং সিরিজের সেরাও হয়েছিলেন তিনি। ভারতীয় দল অক্ষর প্যাটেল (Axar Patel) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) দুজনকেই প্রথম ম্যাচে সুযোগ দিয়েছিল, যেখানে অক্ষর ইংল্যান্ড দলের ক্যাপ্টেন জস বাটলারকে (Jos Buttler) আউট করেন এবং অর্ধশতরানও হাঁকিয়েছিলেন। অন্যদিকে জাদেজা গত দিনের সেরা বোলার ছিলেন। তাই দুজনকে পরিবর্তন করা প্রায় অসম্ভব।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই ম্যাচের সম্ভব্য একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী।