IND vs ENG, 2nd T20I: বাদ পড়ছেন হার্দিক, চেন্নাইতে গ্র্যান্ড এন্ট্রি মোহাম্মদ শামির, প্রকাশ্যে আসলো ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচের একাদশ !! 1

IND vs ENG: দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং প্রদর্শন দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে ৪৩ বল বাকি থাকবে সাত উইকেটের বিনিময়ে জয়লাভ করে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে টস জিতেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত একেবারেই সঠিক বলে প্রমাণিত হয়েছিল। ভারতীয় দলের তরুণ তুর্কি পেশার অর্ষদীপ সিং (Arshdeep Singh) ইংল্যান্ডের ওপেনিং জুটিকে জলদি প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর স্পিন জুটির কামাল ইংল্যান্ডকে একেবারে ম্যাচ থেকে বাইরে করে দিয়েছিল। বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। তার রুদ্ধশ্বাস পারফরমেন্সের পর চেন্নাইতে ইংল্যান্ডের ভয় আরও বেড়ে গেল। আসলে চেন্নাইয়ের উইকেট সবসময় স্পিনারদের পক্ষে সুবিধা জনক। আর ভারতীয় দলে একের পর এক তাবড় তাবড় স্পিনারদের দেখতে পাওয়া যাচ্ছে যে কারণে দ্বিতীয় ম্যাচে কিছুটা ব্যাকফুটে থাকবে ইংল্যান্ড দল।

দ্বিতীয় ম্যাচে কামব্যাক করবেন শামি

Mohammed Shami,ind vs eng
Mohammed Shami | Image: Getty Images

প্রথম ম্যাচে ভারতীয় দল কেবলমাত্র দুইজন পেশারকে নিয়ে খেলেছিল। প্রথম ম্যাচে দলের সুযোগ পাননি তারকা পেশার মোহাম্মদ শামি (Mohammed Shami)। ভক্তরা প্রথম ম্যাচে শামিকে দেখতে মাঠে ভিড় জমিয়েছিল। তবে ঘরের মাঠে কামব্যাক করা হলো না মোহাম্মদ শামির। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে ফিরতে পারেন এই তারকা পেসার। ভারতীয় দলের হয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর থেকে চোটের কারণে দীর্ঘদিন বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন নিয়েছিলেন তিনি। তবে এবার চেন্নাইতে আবার একবার জাতীয় দলের হয়ে কামব্যাক ম্যাচে দেখতে পাওয়া যাবে তাকে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya), সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় দল চাইবে না দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে কোনমতেই চোটের আওতায় আনতে। যে কারণে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হবে তাকে।

Read More: IND vs ENG 2nd T20i Preview: চেপকেও ঝড় তুলতে প্রস্তুত টিম ইন্ডিয়া, ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ ইংল্যান্ডের জন্য !!

বাদ পড়বেন হার্দিক পান্ডিয়া

hardik-not-in-running-for-icc-t20-poty
Hardik Pandya, Suryakumar Yadav and Mohammed Siraj | Image: Getty Images

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের কথা বলতে গেলে টিম ম্যানেজমেন্ট আপাতত টি-টোয়েন্টি ফরমেটে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মার (Abhishek Sharma) উপরেই ভরসা যোগাবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন অভিষেক। যে কারণে দ্বিতীয় ম্যাচে তার জায়গা পাওয়াটা আবশ্যক। তিনে ব্যাটিং করতে নামবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভালো প্রদর্শন দেখাতে না পারলেও দলের ক্যাপ্টেন হিসেবে তিনি তিন নম্বরের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করবেন। চাড়ে নামবেন তরুণ তারকা তিলক ভার্মা (Tilak Varma)। হার্দিকের অনুপস্থিতিতে পাঁচে ব্যাটিং করতে দেখা যাবে নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy)। ৬ নামবেন ফিনিশার ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh)। তাছাড়া অক্ষর প্যাটেল (Axar Patel) দলের ফিনিশিংয়ের ভূমিকাও পালন করতে পারেন। প্রথম ম্যাচে স্পিনাররা ইংলিশ ব্যাটসম্যানদের বেশ সমস্যায় ফেলেছিল। তাই দ্বিতীয় ম্যাচে তিন স্পিনারকে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও রবি বিষ্ণুকে (Ravi Bishnoi) দেখা যাবে তৃতীয় ম্যাচেও। এ ছাড়া ভারতের পেস আক্রমণ সামলাবেন মোহাম্মদ শামি এবং অর্ষদীপ সিং।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভব্য একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (WK), সূর্যকুমার যাদব (C), তিলক ভার্মা, নীতিশ রেড্ডি, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, অর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণু।

Read Also: IND vs ENG 2nd T20i Dream 11 Prediction in Bengali: চেপকের বাইশ গজে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, কারা হবেন সেরা পারফর্মার? জানুন ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *