রোহিত-বিরাট বাদ, রাহুলকে অধিনায়ক করে প্রকাশ্যে আসলো সিডনি টেস্টের জন্য টিম ইন্ডিয়ার একাদশ !! 1

IND vs AUS: বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের লড়াইয়ে টিম ইন্ডিয়া সবশেষে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে সিডনিতে নিউইয়র্ক টেস্ট হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় দল মেলবোর্নে জয়ের মুখ থেকে ফিরে এসেছে ভারতকে এই সিরিজে জিততে গেলে শেষ ম্যাচটি অবশ্যই অবশ্যই জয় লাভ করতে হবে। যেহেতু ভারত গতবার বডার গাভাস্কার ট্রফি নিজেদের নামে করেছিল সে কারণেই শেষ ম্যাচটি জেতার পর সিরিজ ড্র হলেও ভারত বর্ডার গাভাস্কার ট্রফি বিজেতা হিসেবে চিহ্নিত হবে। সিডনিতে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যাবে ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্ম নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছে। যে কারণে ভারতীয় দলের অধিনায়ক রোহিতকে ছাটাই করতে পারে টিম ম্যানেজমেন্ট।

পঞ্চম টেস্টের বাইরে রোহিত

Rohit Sharma, ind vs aus
Rohit Sharma | Image: Getty Images

রোহিত শর্মা চলতি সিরিজে ফ্লপ প্রদর্শন দেখিয়েছেন যে কারণে তাকে সিরিজের শেষ ম্যাচে দেখতে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে ভারতীয় দলকে নতুন ওপেনার খোঁজার কখনো প্রয়োজন নেই কারণ কেএল রাহুল (KL Rahul) এই সিরিজে ওপেনিংয়ে বেশ সফল হয়েছিলেন তাই তাকে দলের ওপেনার হিসাবে দেখতে পাওয়া যাবে। এমনকি, এই টেস্টে দলকে তিনিই নেতৃত্ব দেবেন। তার সাথে যশস্বী জয়সওয়ালকে দেখতে পাওয়া যাবে। চলতি সিরিজে ভারতের সবথেকে সফল ব্যাটসম্যান হলেন তিনি। মেলবোর্নে দুই ইনিংসেই রান পেয়েছিলেন তিনি। শেষ টেস্টে তিনি ম্যাচ উইনিং পারফর্মেন্স করে দলকে জেতাতে চাইবেন।

Read More: নতুন বছরের শুরুতেই বদলে গেলো ‘অধিনায়ক’, পদ ছাড়ার সাফ ঘোষণা ক্যাপ্টেনের !!

তিনি ব্যাটিং করতে আসবেন শুভমান গিল (Shubman Gill)। এই সিরিজে মাত্র দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে দুই ম্যাচে রান পাননি তিনি। চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন, পরবর্তী টেস্ট ম্যাচে তিনি ছন্দে ফিরতে চাইবেন। চারে ব্যাটিং করতে আসবেন সরফরাজ খান (Sarfaraz Khan)। চলতি সিরিজে একটি ম্যাচেও সুযোগ না পাওয়া সরফরাজ খান হতে চলেছেন এই টেস্টের সবথেকে বড় শক্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ১৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। তবে চলতি সিরিজে একটি ম্যাচেও পাননি কোনো সুযোগ।

জায়গা হলো পন্থের

Ind vs aus
Rishabh Pant | Image: Getty Images

পঞ্চম টেস্টে দল থেকে বাদ পড়ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি এই সিরিজে ছন্দ দেখাতে ব্যার্থ হয়েছেন। যে কারণে তার পরিবর্তে দলে দেখতে পাওয়া যাবে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel)। সিডনিতে দুই স্পিনার নিয়ে নামতে চাইবে টিম ইন্ডিয়া, যে কারণে এই ম্যাচে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) দুজনকেই দেখতে পাওয়া যাবে। অলরাউন্ডার নীতিশ রেড্ডি (Nitish Reddy) চলতি টেস্ট সিরিজে দারুন ছন্দ দেখিয়ে শেষ টেস্টেও নিজের জায়গা পাকা করে ফেলবেন। ভারত শেষ টেস্টে তিনটি পেসার নিয়ে নামতে চলেছে। ভারতীয় দলে এন্ট্রি নিতে চলেছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasiddh Krishna)। তাছাড়া দলের পেসারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে দেখতে পাওয়া যাবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (ক্যাপ্টেন), শুভমান গিল, সরফরাজ খান, ধ্রুব জুড়েল (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি, ওয়াসিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

Read Also: IND vs AUS 5th Test: সিডনি টেস্ট থেকে বাদ রোহিত শর্মা, কনফার্ম করলেন খোদ কোচ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *