ভারত এবং অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পরবর্তী টেস্ট ম্যাচটি মেলবোর্নে বক্সিং ডে অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। ম্যাচটি দুই দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। দুই দলের শেষ ম্যাচটি ব্রিসবেন গাব্বাতে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দুই ম্যাচে ফলাফল প্রকাশ্যে আসলেও শেষ ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায়নি। তৃতীয় টেস্টটি বৃষ্টির কারণে কোনরূপ ফলাফল ছাড়াই সমাপ্ত হয়েছিল। দুই দলই সিরিজে ১-১ ব্যবধানে জিতেছে। সিরিজের বাকি দুই ম্যাচই হবে নির্ণায়ক, আর শেষ দুই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর সবথেকে বেশি কার্যকর।
চতুর্থ টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন কোহলি
মেলবোর্ন টেস্টের দুদিন আগে ভারতীয় দলের একাদশ প্রকাশ্যে আসলো। জানা গিয়েছে, ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়াই মেলবোর্ন টেস্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট রিতিমতন ছন্দ হারিয়েছেন। চলতি বছর আন্তর্জাতিক খেলায় একেবারে ছন্দহীন দেখাচ্ছে কিং কোহলিকে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন। তবে, দ্বিতীয় টেস্ট ও তৃতীয় টেস্টে নিতান্তই ব্যার্থ কিং কোহলি। তার ফর্মের কথা বিচার করে তাকে তৃতীয় টেস্টে বাদ দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট।
Read More: IND vs AUS 4th Test Stats Preview: ধুন্ধুমার যুদ্ধের প্রহর গুণছে মেলবোর্ন, বক্সিং ডে টেস্টে তৈরি হতে পারে ১১ টি রেকর্ড !!
তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে আবার একবার সুযোগ পেতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। তারকা ব্যাটসম্যান সিরিজের প্রথম ম্যাচে শতরান হাঁকানোর পর ছন্দ হারিয়েছেন। তবে তাকে আরও একটি সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। জয়সওয়ালের সাথে চতুর্থ টেস্টে ওপেনিংয়ে আসবেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত চলতি সিরিজে মিডিল অর্ডারে ব্যাটিং করতে এসে ছন্দ হারান, দুই ম্যাচের তিন ইনিংসে ২০ রান পার করতে পারেননি রোহিত। রোহিতের এই ব্যর্থতার পর উপরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবেন রোহিত। তিনি ব্যাটিং করতে আসবেন শুভমান গিল (Shubman Gill), সিরিজে ভালো সূচনা পেলেও রান বানাতে ব্যার্থ হয়েছেন তিনি। তবে মেলবোর্নের ব্যাটিং উইকেটে ছন্দে দেখা যেতে পারে গিলকে। চারে দেখা যাবে কেএল রাহুলকে (KL Rahul)। কোহলির অনুপস্থিতিতে তার জায়গা নিতে পারেন রাহুল। পাঁচে ব্যাটিং করবেন ঋষভ পন্থ (Rishabh Pant)।
ধ্রুব জুড়েল এন্ট্রি নেবেন দলে
বিরাট কোহলির (Virat Kohli) বদলে ভারতীয় দলে চতুর্থ টেস্টে এন্ট্রি নিতে চলেছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। দলের হয়ে ছয়ে ব্যাটিং করবেন ধ্রুব, তারকা ব্যাটসম্যান সিরিজের প্রথম ম্যাচটি খেলেছিলেন। তবে আহামরি কোনো প্রদর্শন দেখাতে পারেননি জুড়েল তাই তাকে বাঁকি দুই ম্যাচে দেখতে পাওয়া যায়নি। তবে চতুর্থ টেস্টে দলে সুযোগ পাবেন তিনি। পাশাপশি, তৃতীয় টেস্টে বেশ ভালো ব্যাটিং প্রদর্শন করেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), তিনি সাতে ব্যাটিং করতে আসবেন। মেলবোর্নে দল থেকে বাদ পড়তে পারেন নীতিশ রেড্ডি (Nitish Kumar Reddy) বদলে দলে এন্ট্রি নেবেন ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। তৃতীয় ম্যাচের পেস আক্রমণকে দেখা যাবে চতুর্থ টেস্টেও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্টের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।