হার্দিক-রিঙ্কু বাদ, অজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 দল ঘোষণা ভারতের !! 1

Team India: সদ্য সমাপ্ত হওয়ার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর হাকিয়েছেন তিনি। শুধু তাই নয় তার এই দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে বিসিসিআইয়ের কর্মকর্তাদের। টুর্নামেন্টের সেরা হওয়ায় জাতীয় দলে ডাক পাওয়ার প্রবল দাবিদার হয়ে উঠেছরন তারকা ব্যাটসম্যান। ভারতীয় দলের এই দুরন্ত খেলোয়াড় জাতীয় দলের বাইরে রয়েছেন গত বছর থেকেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়ার হয়ে সহ অধিনায়কত্ব পালন করেছিলেন তিনি। তবে ব্যর্থ হয়েছিলেন পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরে, তারপরে জাতীয় দল থেকে ছিটকে যান তারকা ব্যাটসম্যান। ভারতীয় দলের এই প্রভাবশালী ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন।

মুস্তাক আলিতে সেরা হয়েছেন রাহানে

Team india
Ajinkya Rahane | Image: Getty Images

সদ্য সমাপ্ত হওয়ার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি ধারাবাহিকভাবে রান বানিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত আগামী বছরের শুরুতেই পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলতে চলেছে। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে অজিঙ্কা রাহানের উপরে গুরু দায়িত্ব দেওয়া হবে। ভারতীয় দলের প্রমুখ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং রিঙ্কু সিংকে (Rinku Singh) বিশ্রাম দেওয়া হবে। ২০২৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পরে এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। যে কারণে রাহানের মতন অভিজ্ঞ খেলোয়াড়কে দরকার ভারতীয় দলে। পাশাপাশি, ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন ইনফর্ম মোহাম্মদ শামি (Mohammed Shami) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও রজত পতিদার (Rajat Patidar)।

Read More: আসন্ন ম্যাচে খেলবেন হার্দিক পান্ডিয়া, দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার !!

শামি-শ্রেয়স নিলেন দলে এন্ট্রি

Shreyas Iyer and Ajinkya Rahane
Shreyas Iyer and Ajinkya Rahane | Image: Getty Images

ব্যাটসম্যানদের মধ্যে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), অভিষেক শর্মা (Abhishek শর্মা), তিলক ভার্মা (Tilak Varma), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রজত পতিদার (Rajat Patidar) ও রিয়ান পরাগ (Riyan Parag)। অলরাউন্ডারদের তালিকায় রমনদীপ সিং (Ramandeep Singh) , অক্ষর প্যাটেল (Axar Patel) ও নীতিশ রেড্ডি (Nitish Reddy)। উইকেট কিপারের তালিকায় ঈশান কিষান (Ishan Kishan), সঞ্জু স্যামসন (Sanju Samson) ও জিতেশ শর্মা (Jitesh Sharma)। পাশাপশি, বোলারদের মধ্যে অর্ষদীপ সিং, আবেশ খান, মোহাম্মদ শামি, রবি বিষ্ণু, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভব্য স্কোয়াড

অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, রজত পতিদার, নীতিশ রেড্ডি, রিয়ান পরাগ, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, ঈশান কিষান, অর্ষদীপ সিং, রবি বিষ্ণু, বরুণ চক্রবর্তী, আবেশ খান, মোহাম্মদ শামি।

Read Also: Team India: জাদেজা ইস্যুতে ভারত-অস্ট্রেলিয়া তিক্ততা চরমে, মেলবোর্ন ম্যাচ বয়কট টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *