আসন্ন এশিয়া কাপ ২০২৫- এর (Asia Cup 2025) জন্য ভারতীয় দল ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছে। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে এনে চমক লাগিয়ে দিয়েছেন। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল UAE পৌঁছাবে এশিয়া কাপের জন্য, তাঁর ডেপুটি হিসাবে দেখতে পাওয়া যাবে শুভমান গিলকে (Shubman Gill)। এই প্রথমবারের মতো স্কাইকে কোনও বড় টুর্নামেন্টের অধিনায়কত্ব করতে দেখা যাবে।
এশিয়া কাপে দেখা যাবে সঞ্জু- অভিষেক জুটি

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করার পর একাদশ প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, এশিয়া কাপের মঞ্চে ওপেনিং করতে দেখতে পাওয়া যাবে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। আর দুজন যদি ওপেনিংয়ের দায়িত্ব পালন করেন তাহলে দলের সহ অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) দল থেকে বাদ পড়তে হতে পারে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। আর ভারতীয় দল ১০ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে তাদের অভিযান শুরু করবে। আশা করা হচ্ছে যে আগের সিরিজের মতো, বোর্ড এই টুর্নামেন্টেও অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে ইনিংস ওপেন করার দায়িত্ব দিতে পারে।
Read More: ঘোষিত অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড, ৩৬ বর্ষীয় তারকার নেতৃত্বে তিনটি ওয়ান ডে খেলবে টিম ইন্ডিয়া !!
পাশাপাশি, ৩ নম্বরে তিলক ভার্মাকে দেখতে পাওয়া যাবে, যিনি বিগত কয়েক মাসে এই ফরম্যাটে বেশ উন্নতি দেখিয়েছেন। মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন ক্যাপ্টেন স্কাই। তিনি চারে ব্যাটিং করবেন এবং খেলাটিকে পরিচালনা করবেন। পাঁচে দেখতে পাওয়া যাবে শিবম দুবেকে (Shivam Dube)। ২০২৪’এর শুরু থেকেই ভারতের মিডল অর্ডারের গুরুদায়িত্ব পালন করছেন দুবে। এশিয়া কাপে তাঁর ভূমিকা হতে চলেছে প্রবল। স্পিনারদের বিরুদ্ধে বড় বড় শট খেলার প্রবণতা তাকে এই ফরম্যাটে আগেও প্রচুর সফলতা দিয়েছে, আসন্ন এশিয়া কাপেও তেমনটাই হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দলে জায়গা নেই শুভমান গিলের

ছয় নম্বরে দেখা যেতে পারে রিংকু সিংকে (Rinku Singh), ভারতের হয়ে রিংকু সাধারণত এই পজিশনেই ব্যাটিং করে থাকেন। তিনি ধারাবাহিক ভাবে রান বানানোর ও বাউন্ডারি হাঁকানোর ক্ষমতা রাখেন। অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অক্ষর প্যাটেলকে (Axar Patel) দেখতে পাওয়া যাবে। জসপ্রীত বুমরাহ ও অর্ষদীপ সিং পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন এবং স্পিন আক্রমণকে সামাল দেবেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
২০২৫ সালের এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী।