বাদ রিংকু, এন্ট্রি নিলেন বৈভব-সুদর্শন, প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের T20 স্কোয়াড !! 1

আইপিএল শেষ হতেই ভারতীয় দল (Team India) উড়ে যাবে ইংল্যান্ডে। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরের প্রথম টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। গত দুই বারেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। তবে, এবার আর ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে পারেনি। টেস্ট সিরিজের পরেই ভারত ও বাংলাদেশের মধ্যে ১৭ আগস্ট থেকে ওডিআই সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশে। সামনের বছরে ভারতের লক্ষ্য থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করার। ২০২৬ সালের ভারত এবং শ্রীলংকার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগেই তরুণ শক্তিকে ঝালিয়ে নিতে চাইছে টিম ইন্ডিয়া।

সুদর্শন-বৈভব নেবেন দলে এন্ট্রি

Team india
Vaibhav Suryavanshi and Sai Sudarshan | Image: Twitter

টি-টোয়েন্টি সিরিজের জন্য মূলত তরুণ দল নির্বাচন করবেন নির্বাচকরা। বাংলাদেশের বিরুদ্ধে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) মতন খেলোয়াড়দের দেখতে পাওয়া যাবে না দলে দুই অভিজ্ঞ খেলোয়ারকে। সূত্রের খবর বাংলাদেশ সফরে, ভারতীয় দলকে (Team India) অধিনায়কত্ব করতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শেষবার ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর আর ভারতীয় দলে টি-টোয়েন্টি ফরমেট জায়গা হয়নি তার। আইপিএলের মঞ্চে গত দুই বছরে নিজের ক্যাপ্টেসির দৌলতে দুই দলকে প্লে-অফে পৌঁছেছেন তিনি। ২০২৪ সালে আইপিএল খেতাব ও জিতেছিলেন তিনি, এরপর তাঁর নেতৃত্বে মুম্বই সৈয়দ মুস্তাক আলী ট্রফিও জিতেছে। যে কারণেই, শ্রেয়াসের উপরেই দলের গুরুদায়িত্ব তুলে দিতে চলেছে বিসিসিআই (BCCI)।

সূত্রের খবর, বাংলাদেশের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও সাই সুদর্শনকে (Sai Sudarshan) দেখতে পাওয়া যাবে। তাছাড়া, ব্যাটসম্যানদের মধ্যে তিলক ভার্মা (Tilak Varma), প্রভশিমরন সিং (Prabhsimran Singh), শশাঙ্ক সিং (Shashank Singh) ও ক্যাপ্টেন হিসাবে শ্রেয়স আইয়ারকে দেখতে পাওয়া যাবে। এবারের আইপিএলে রয়্যাল চালরঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন রজত পতিদার (Rajat Patidar) তিনিও এই দলের অংশ হতে চলেছেন। তবে, ফর্মের ব্যার্থতার জন্য দল থেকে বাদ পড়েছেন রিংকু।

নতুন ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব

Shreyas iyer,Shraddha Kapoor, BCCI,team india
Shreyas Iyer | Image: Twitter

অলরাউন্ড বিভাগে ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) এবং রাহুল তেওটিয়াকে (Rahul Tewatia) দেখতে পাওয়া যাবে। দলের স্পিন বোলিং আক্রমন সামলাবেন সাই কিশোর (Sai Kishore) রবি বিষ্ণু (Ravi Bishnoi) এবং দিগবেশ রাঠি (Digvesh Rathi)। পেস আক্রমণের দায়িত্বে থাকবেন মোহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasiddh Krishna) এবং হার্ষিত রানা (Harshit Rana)। তরুণ দল নিয়েই বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভব্য টি-টোয়েন্টি দল

শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), প্রভশিমরন সিং (উইকেট কিপার), বৈভব সূর্যবংশী, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, শশাঙ্ক সিং, ওয়াসিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, দিগবেশ রাঠি, সাই কিশোর, রবি বিষ্ণু, হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহম্মদ সিরাজ।

Read Also: Team India: টিম ইন্ডিয়ার ওডিআই দল থেকে বাদ রোহিত শর্মা, নতুন অধিনায়কের সন্ধান পেল BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *