অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজে ব্যার্থতার পর ভারতীয় দলের পরবর্তী ওডিআই সিরিজটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলেছে। ভারতে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। এই সিরিজটি ভারতীয় দলের কাছে ঘুরে দাঁড়ানোর একটি সিরিজ হতে চলেছে। দুর্ভাগ্যজনক ভাবে অস্ট্রেলিয়ায় তৃতীয় ওডিআই ম্যাচে চোট পাওয়ার জন্য কার্যত শ্রেয়স আইয়ারকে আসন্ন ওডিআই সিরিজে দেখতে পাওয়া যাবে। অস্ট্রেলিয়া সিরিজের আগেই রোহিত শর্মার বদলে শুভমান গিলকে ভারতীয় দলের ক্যাপ্টেন এবং শ্রেয়স আইয়ারকে দলের ভাইস ক্যাপ্টেনের পদ দেওয়া হয়েছিল। ক্যাপ্টেন হিসাবে প্রথম সিরিজে ব্যাট হাতে ব্যার্থ হন শুভমান। অন্যদিকে, প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
অস্ট্রেলিয়ায় দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন রোহিত-কোহলি

তাছাড়াও, অস্ট্রেলিয়ায় প্রথম দুই ওডিআই ম্যাচে খাতা না খুলতে পারা বিরাট কোহলির ব্যাট থেকে রান এসেছিল শেষ ম্যাচে। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত ছন্দ দেখানোর পরেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে জায়গা পাচ্ছেন না রোহিত ও বিরাট দুজনেই। সূত্রের দাবি, অস্ট্রেলিয়াতেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোহিত ও বিরাট দুজনেই। রোহিত ও বিরাটকে ছাড়াই স্কোয়াডের ঘোষণা করবে বিসিসিআই। জানা গিয়েছে, ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত শর্মা ও বিরাট কোহলি – দুজনকেই দেখতে চাইছে না ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে ওপেনিংয়ে রোহিতের জায়গায় যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ওপেনিং করতে দেখতে পাওয়া যাবে। তাছাড়া কোহলির জায়গায় তিন নম্বরে ব্যাটিং করতে দেখতে পাওয়া যাবে তরুণ সাই সুদর্শনকে (Sai Sudharsan)।
Read More: KKR’এর বোলিং কোচের পদে এন্ট্রি ইরফান পাঠানের, প্রকাশ্যে বড় ইঙ্গিত নাইট শিবিরের !!
ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন ঋষভ পন্থ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উপলব্ধ নেই ভাইস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তাঁর জায়গায় ঋষভ পন্থকে (Rishabh Pant) দেখতে পাওয়া যাবে। পন্থ এখন সুস্থ! দক্ষিণ আফ্রিকা এ দল এখন ভারত সফরে এসেছে, এই সফরে পন্থ ভারত এ দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্যাচে অর্ধশতরানের দুর্দান্ত ইনিংস খেলেন। ভারতীয় দলে ফিরবেন জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশ্রামে ছিলেন বুমরাহ। এবার ঘরের মাঠে ওডিআই সিরিজে তাঁকে দেখতে পাওয়া যাবে। পাশাপশি, এশিয়া কাপ চলাকালীন চোট পাওয়া হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) দলে ফিরবেন। তাছাড়া, অস্ট্রেলিয়া সফরে দলে সুযোগ না পাওয়া রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja) এই সিরিজে দেখতে পাওয়া যাবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভব্য স্কোয়াড
শুভমান গিল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, কেএল রাহুল, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ, অর্ষদীপ সিং, হার্ষিত রানা, ধ্রুব জুড়েল।