আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। পাকিস্তানের মাটিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির অবহে ভারতীয় দল তাদের স্কোয়াড ঘোষণা করবে খুব শীঘ্রই। জানা গিয়েছে ১২ই জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন স্কোয়াড ঘোষণা করবে BCCI। গত দুই বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারতের (Team India) প্রদর্শন নজর কেড়ে নিয়েছিল ভক্তদের। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পরাজিত হয়েছিল ভারত।
রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেবেন
এবার আবার একবার ভারতীয় দল (Team India) চাইবে আরও একটি আইসিসি শিরোপা জয় করতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। সহকারী অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) গত বছর শ্রীলঙ্কা সফরে দেখতে পাওয়া গিয়েছিল। তবে, নির্বাচকরা গুরু দায়িত্ব তুলে দেবে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) হাতে।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ফের জটিলতা, ভেস্তে যেতে পারে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ !!
দলের ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি (Virat Kohli), শুভিমান গিলদের পাশাপশি ওডিআই দলে প্রথম বারের জন্য ডাক পেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বিগত কয়েক মাস ধরে ভারতের জার্সিতে অসাধারণ ছন্দ দেখিয়েছেন জয়সওয়াল। যে কারণে তাকে দলে জায়গা করে দেওয়া হয়েছে। জাতীয় দলে ফিরবেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। ঘরোয়া ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করার পর এবার থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠবেন তিনি। ওডিআই স্কোয়াডে দুজন উইকেট কিপারকে সুযোগ দিতে চায় নির্বাচকরা।
দলে অলরাউন্ডার-পেসারদের তারতম্য লক্ষ করা যাবে
কেএল রাহুলের (KL Rahul) পাশাপশি ঋষভ পন্থকে (Rishabh Pant) দলে জায়গা দেওয়া হবে। দুবাইতে খেলা হওয়ার কারণে দলে অলরাউন্ডারদের বেশ বিকল্প লক্ষ করা যাবে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) পাশাপশি দলে অক্ষর প্যাটেলকেও (Axar Patel) জায়গা দেবে নির্বাচকরা। বোলারদের মধ্যেও বেশ বিকল্প রাখতে চাইছেন মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)। দলে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj), মোহাম্মদ শামি (Mohammed Shami) এবং অর্ষদীপ সিং (Arshdeep Singh)।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সম্ভব্য স্কোয়াড
রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মহম্মদ শামি, অর্ষদপি সিং।