Asia Cup 2025: বেশ কিছুদিন ধরে এশিয়া কাপ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আদেও এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে ছিল প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দল এশিয়া কাপে অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোন খবর জানা সম্ভব হয়নি। তবে সূত্রের যা খবর তাতে এটা আংশিক ভাবে স্পষ্ট যে, ভারতীয় দল এশিয়া কাপ খেলতে চলেছে। এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। সামনেই অর্থাৎ ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যে কারণেই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল যে কারণে ২০২৩ এর এশিয়া কাপ ৫০ ওভারেই অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় দল শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৩’এর এশিয়া কাপ জয়লাভ করেছিল। এবার ভারতের মাটিতে এশিয়া কাপ (Asia Cup 2025) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবার এশিয়া কাপ আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এশিয়া কাপ খেলবে ভারত

সম্ভবত এবারের এশিয়া কাপ আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে। আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে এসেছে। এবারের এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে নতুন এক দল দেখতে পাওয়া যাবে। আসলে। সূত্রের খবর, এবার এশিয়া কাপে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ভারতীয় দলের হয়ে ক্যাপ্টেনসি করতে দেখতে পাওয়া যাবে। তাছাড়া, শ্রেয়সের ডেপুটি হিসাবে তরুণ তারকা রিংকু সিংকে (Rinku Singh) দেখতে পাওয়া যাবে। কিছুদিন আগেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) স্পোর্টস হার্নিয়ার অপারেশন হয়েছে। তাই সূর্যকে সুস্থ হয়ে উঠতে প্রায় ৬ সপ্তাহের বিশ্রামে থাকার আদেশ দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। সেপ্টেম্বর মাসে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। আর এই সময়ের মধ্যে সূর্যের এশিয়া কাপে (Asia Cup 2025) অংশ নেওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত নয়।
Read More: W, W, W, W, W…আগুনে বোলিং আইরিশ অলরাউন্ডারের, টানা পাঁচ বলে নিলেন পাঁচ উইকেট !!
শুধু সূর্যকুমার যাদব নন, এশিয়া কাপে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বিশ্রাম দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর বেশ কিছু নতুন চেহারাকে দেখতে পাওয়া যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আসন্ন এশিয়া কাপে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ওপেনিং করতে দেখতে পাওয়া যেতে পারে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রমাগত এই জুটিকে ওপেনিং করতে দেখা যাচ্ছে। এশিয়া কাপের মঞ্চেও এই জুটিকে ওপেনিং করতে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।
তরুণ দল নিয়েই এশিয়া কাপ খেলবে ভারত

এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে তিলক ভার্মা, রজত পতিদার, রিংকু সিংকে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে তিলক বিশ্বের সেরা দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যাটসম্যান। তাছাড়া আইপিএলে অসাধারণ ছন্দ দেখিয়েছিলেন রজত পতিদার তাই তাকে দলে প্রথম বারের জন্য সুযোগ পেতে দেখতে পাওয়া যাবে। অলরাউন্ডারদের তালিকায় শিবম দুবে, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল ও ওয়াসিংটন সুন্দরকে দেখতে পাওয়া যাবে। তাছাড়া, আইপিএলে অসাধারণ ব্যাটিং করা জিতেশ শর্মাকে (Jitssh Sharma) দেখতে পাওয়া যাবে। স্পিনারদের মধ্যে কুলদীপ যাদবকে দেখতে পাওয়া যাবে এবং পেসারদের তালিকায় অর্ষদীপ সিং, যশ দয়াল ও প্রসিদ্ধ কৃষ্ণ।
এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতীয় সম্ভব্য স্কোয়াড
শ্রেয়স আইয়ার (C), রিংকু সিং, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, রিয়ান পরাগ, শিবম দুবে, রজত পতিদার, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, ওয়াসিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং, যশ দয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ।