আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন চমক। চ্যাম্পিয়ন্স ট্রফি-পরবর্তী সময়ে ভারতীয় (Team India) ওয়ানডে দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ওডিআই ম্যাচ খেলতে দেখা দিয়েছিল ভারতীয় দলকে তারপর থেকে ভারত কেবলমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধেই ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের পর টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে আর এই সিরিজের জন্য সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা থাকায় সুযোগ পাচ্ছেন তরুণ ও ধারাবাহিক পারফরমাররা।
শ্রেয়সের হাতে তুলে দেওয়া হচ্ছে নেতৃত্ব

সূত্রের খবর, বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে শ্রেয়স আয়ারকে (Shreyas Iyer)। অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে তিনি মধ্যক্রমে যেমন নির্ভরযোগ্য, তেমনই আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়ে সাফল্যের নজির গড়েছেন। নির্বাচকরা মনে করছেন, এই সিরিজ তাঁর নেতৃত্বগুণ যাচাইয়ের আদর্শ মঞ্চ হতে পারে। সাথে, শুভমন গিলকে (Shubman Gill) রাখা হতে পারে উপ-অধিনায়ক হিসেবে। ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতা এবং মাঠে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে ভবিষ্যতের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে। ভারতীয় দলে (Team India) তরুণ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রজত পাটীদারের (Rajat Patidar) মতো খেলোয়াড়রা দলে সুযোগ পেতে পারে যার ফলে নতুন উদ্যম দেখা যাবে।
Read More: Team India: আটত্রিশেও সেরাদের তালিকায় রোহিত শর্মা, ওয়ান ডে র্যাঙ্কিং-এ জয়জয়কার টিম ইন্ডিয়ার !!
দলে ফিরছেন ঈশান কিষান

দীর্ঘদিন জাতীয় দলের (Team India) বাইরে থাকার পর উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানও (Ishan Kishan) ফিরতে পারেন এই সিরিজে। বাঁহাতি ব্যাটার হিসেবে তাঁর আগ্রাসী স্টাইল এবং দ্রুত রান তোলার ক্ষমতা দলকে বাড়তি সুবিধা দিতে পারে। তাঁর সঙ্গে উইকেটকিপার হিসেবে থাকবেন কেএল রাহুলও। শেষবার বাংলাদেশের বিরুদ্ধে ডবল হান্ড্রেডও হাঁকিয়েছিলেন ঈশান। তাছাড়া, ভারতীয় দলে অলরাউন্ডার বিভাগে থাকছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে যারা ব্যাট ও বল দুই বিভাগেই কার্যকর। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ। তাঁর সঙ্গে থাকবেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আরশদীপ সিং এবং তরুণ পেসার হর্ষিত রানা।যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেনি, তবে ক্রিকেট মহলে এই তালিকাই সবচেয়ে বেশি আলোচিত। আসন্ন সিরিজে তরুণদের সুযোগ দেওয়ার পাশাপাশি সিনিয়রদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনাই মূল লক্ষ্য বলে জানা যাচ্ছে। বাংলাদেশের মাটিতে সিরিজ জয় নিশ্চিত করতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্য আনার চেষ্টা করছেন নির্বাচকরা। যদিও বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
সম্ভাব্য ভারতীয় স্কোয়াড
শ্রেয়স আয়ার (অধিনায়ক), শুভমন গিল (উপ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রজত পাটীদার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, হর্ষিত রানা।