টিম ইন্ডিয়ার দ্বিতীয় যুবরাজ সিং মনে করতো নিজেকে এই বিশ্বকাপে দলের নাক কাটিয়ে করেছে রক্তপাত !! 1

চলতি বিশ্বকাপে (T20 World Cup 2024) দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গতকাল সেমিফাইনালের মহামাঞ্চে ইংল্যান্ডকে পরাস্ত করে ভারতীয় দল পৌঁছে গিয়েছে মেগা ফাইনালে ফাইনালে। ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে পরাস্ত করে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা দল এবং গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে পরাস্ত করে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল হারের বদলা নিল টিম ইন্ডিয়া (Team India)। ভারতীয় দল ইংল্যান্ডকে ৬৮ রানে পরাস্ত করল ভারতীয় দলের এই জয়ের পরেও রয়েছে বেশ সংশয়।

নিজেকে যুবরাজ ভেবে ভুল করলেন এই প্লেয়ার

Yuvraj Singh, ajit agarkar, team india, team india
Yuvraj Singh | Image: Getty Images

ভারতীয় দলের (Team India) ব্যাটিং অর্ডার নিয়ে তৈরি হয়েছে সমস্যা, বিশেষ করে ভারতীয় দলে এমন এক প্লেয়ার রয়েছেন তিনি নিজেকে যুবরাজ সিং (Yuvraj Singh) মনে করেন। তবে পারফরমেন্সের বিচারের তিনি সবথেকে বেশি ফ্লপ হয়েছেন। প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে ভারতীয় দলে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে সুযোগ দেওয়া হয়েছিল শিভম দুবেকে (Shivam Dube)।

Read More: ভাগ্য খুললো রিংকু সিংয়ের, ফাইনাল দলে এন্ট্রি দিলেন রোহিত শর্মা !!

ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করেছিল শিভম দুবে ভারতীয় দলের যুবরাজ সিংয়ের ভূমিকা পালন করতে পারেন। তবে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পর দুবের পারফরম্যান্সে বেশ ঘাটতি দেখা গিয়েছিল। চলতি বিশ্বকাপে শিভম দুবের ব্যাট থেকে এসেছে ৭ ম্যাচে ১০৬ রান। পাশাপশি, তার স্ট্রাইক রেট গিয়ে দাঁড়িয়েছে মাত্র ১০৬’তে। ৬ টি ছক্কা সহ তিনটি চার হাঁকিয়েছেন দুবে।

বিশ্বকাপের মঞ্চে চরম ফ্লপ দুবে

Shivam dube
Shivam Dube | Image: Getty Images

অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পাওয়া শিভম দুবেকে (Shivam Dube) কেবল একটি ওভার বোলিং করতে দেখা গিয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একবার বোলিং করে তিনি ১১ রান দিয়েছিলেন। এরপর থেকে দুবেকে দিয়ে আর এক ওভারেও বোলিং করাননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রসঙ্গত, আইপিএলের আগে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল যেখানে সিরিজ সেরা হয়েছিলেন দুবে এবং তার এই চমকপ্রদ প্রদর্শন দেখে টনক নড়ে বিসিসিআই কর্মকর্তাদের।

তাছাড়া আইপিএলের প্রথমার্ধে দুবের প্রদর্শন ছিল অসাধারণ এবং শিভম দুবের (Shivam Dube) জন্যই স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছিল রিংকু সিংকে (Rinku Singh)। একদিকে রিংকু বিগত এক বছর ধরে ভারতীয় দলের হয়ে ফিনিশিং এর ভূমিকা পালন করছিলেন, তবে দুবের অলরাউন্ডিং ক্ষমতার উপর বিশ্বাস রেখে তাকে দলে সুযোগ দেওয়া হয়।

Read Also: Team India: টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা, অবশেষে সুযোগ পাচ্ছেন রিঙ্কু সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *