Team India odi squad for wi-vs-ind series

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে ভারতের টানা দ্বিতীয় পরাজয় নিয়ে আবার একবার ভঙ্গ হলো ICC ট্রফি জয়ের স্বপ্ন। এরপর ভারতীয় দল উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ (WI VS IND) আগামী ১২ জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু হবে। এরপর ওখানেই দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ খেলবে, টিম ইন্ডিয়া। তবে, ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে অনেক খবর সমানে এসেছিল টেস্ট দলকে নিয়ে। অর্থাৎ জল্পনার ঘটলো অবসান ও টেস্ট দলে থেকে বিদায় হলো চেতস্বর পূজারার (Cheteshwar Pujara)।

ভারতীয় টেস্ট দলে দেখা গিয়েছে কিছু নতুন মুখ। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন ভূমিকায় শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। পাশাপাশি, দলে তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে। এমনকি দলের ক্যাপ্টেন হিসাবে বিরাজমান আছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও তার ডেপুটি হিসাবে আবার দায়িত্ব ফিরে পেলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। পাশাপাশি, ওডিআই স্কোয়াড প্রকাশিত হওয়ার পর ভারতীয় দলের ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে অনেক তথ্য সামনে চলে আসলো। ভারতীয় ওডিআই দলের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং তার ডেপুটি হিসাবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। পাশাপাশি, দলে কামব্যাক করলেন ঋতুরাজ গাইকওয়ার্ড (Ruturaj Gaikward) ও সঞ্জু স্যামসন (Sanju Samson) । এমনকি আস্থা দেখানো হয়েছে সূর্যকুমার যাদবের উপরেও।

এমনকি প্রথম বারের জন্য দলে ডাক পেলেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। দলে জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) ও সুযোগ পেয়েছে। এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই ভারতীয় দলের আগামী দিনের যাত্রা অর্থাৎ বিশ্বকাপে ২০২৩-এর জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে।

ভারতের ওয়ানডে স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গাইকওয়ার্ড, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ইশান কিশান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *