Team India: অবশেষে টি-টোয়েন্টি দলে জোরালো প্রত্যাবর্তন, দীর্ঘদিন পর আবার ভারতের টি-টোয়েন্টি দলে এন্ট্রি নিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রেয়াসকে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় দুই বছর পর ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন তারকা এই খেলোয়াড়। শেষবার ওডিআই বিশ্বকাপের পর, ২০২৩ সালের ৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল তাকে। শেষমেষ আবার এই ফরম্যাটে জাতীয় দলে ফিরলেন তিনি। এই সিরিজের আগে চোট সমস্যায় পড়েছে ভারতীয় শিবির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। চোটের কারণে প্রথমে ওডিআই দল থেকে তারপর টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi)।
ছিটকে গেছেন ওয়াসিংটন সুন্দর ও তিলক ভার্মা

পাশাপাশি, চোটের জন্য প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিলক বর্মা। বিজয় হাজারে ট্রফি খেলার সময় সমস্যায় পড়েন তিলক। এবার তিলকের জায়গায় শ্রেয়াসকে দেখতে পাওয়া যাবে। তিলক ও সুন্দর – দু’জনেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে রয়েছেন। তাঁরা বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।বিসিসিআই জানিয়েছে, অস্ত্রোপচারের পর তিলক বর্মার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়ি ফিরবেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে তাঁর খেলা সম্ভব নয়। তাছাড়া, শেষ দুই ম্যাচে খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে মেডিক্যাল রিপোর্টের উপর।
Read More: Team India: ‘ভারতের হার নিশ্চিত….’, টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন শোয়েব আখতারের, করলেন বড় ভবিষ্যৎবাণী !!
এন্ট্রি নিলেন শ্রেয়স আইয়ার

অন্যদিকে, ওয়াশিংটন সুন্দরকে সম্পূর্ণ বিশ্রামের পর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে পরীক্ষা করানো হবে। ওয়ানডে সিরিজে তিনি ছিটকে যেতে তাঁর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন আয়ুষ বাদোনি। দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য ছন্দ দেখিয়েছেন শ্রেয়া, আইপিএল ও সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে তার অনবদ্য ব্যাটিং ও অধিনায়কত্ব ভক্তদের মন জিতে নিয়েছে এর আগে একাধিকবার দলে সুযোগ দেওয়া হয়নি তাকে। বিশেষ করে এশিয়া কাপের মঞ্চে যেখানে ভারতের মিডিল অর্ডার খুব একটা শক্তিশালী ছিল না সেখানে সুযোগ দেওয়া হয়নি আজকে। অবশেষে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পর তাঁর কামব্যাক হল টি-টোয়েন্টি দলে। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা কতটা তা সময় বলবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড
সূর্যকুমার যাদব (C),অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন (WK), অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার (প্রথম তিনটি টি-টোয়েন্টি), রবি বিষ্ণু।