IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যাবধানে পরাজিত হওয়ার পর ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়লাভ করে নতুন ইতিহাস তৈরি করার। ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ হবে এই সিরিজটি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বর্ডার গাভাস্কার ট্রফির জন্য নতুন স্কোয়াড ঘোষণা করতে চলেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সমাপ্ত হওয়ার পর ভারতীয় বোর্ড কর্মকর্তারা আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছিল। যদিও সেই স্কোয়াডে দেখা যাবে পরিবর্তন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হলো টিম ইন্ডিয়া
দীর্ঘ ১২ বছরে ভারতীয় দল প্রথম হোম টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে এবং সিরিজও হেরেছে। টানা ১৮টি টেস্ট সিরিজে ঘরের মাঠে অপরাজিত ছিল ভারতীয় দল। তবে সেই গর্ব, খর্ব করেছে নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে এমন বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে, যে কারণে টিম ইন্ডিয়ার স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের মূল স্কোয়াড প্রকাশ্যে আসলেও বেশ কিছু পরিবর্তন করতে চলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও অজিত আগারকার।
Read More: IND vs AUS: খেল খতম সরফরাজ খানের, বেঞ্চে বসে কাটাতে হবে অস্ট্রেলিয়া সফরে !!
অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে জুটি বেঁধে তিনি অজিদের বিরুদ্ধে ওপেনিংয়ের গুরুদায়িত্ব পালন করবেন। পাশাপাশি, ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে অতিরিক্ত ওপেনার লক্ষ করা যাবে যেখানে অভিমন্নু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) হবেন সবথেকে বড় বিকল্প। অজিদের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে শুভমান গিলকে (Shubman Gill), তবে ভক্তদের মতে চেতেশ্বর পূজারা হতে পারেন সবথেকে সরক্ষিত বিকল্প। বর্তমান সময়ে বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি এবং ভারতীয় দলের গুরুত্বপূর্ণ খেকোয়ার হয়ে উঠতে পারেন।
দলে ফিরতে পারেন পূজারা-রাহানে
মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant), কেএল রাহুল (KL Rahul)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানে আবার দলে ফিরে আসতে পারেন। সরফরাজ খান তার কয়েকটি ইনিংসে খুবই খারাপ ফর্ম দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহানে গতবার বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার মাটিতে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি দলের অন্যতম বড় ম্যাচ উইনার প্রমান হতে পারেন।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে বেশ কয়েকজন অলরাউন্ডারের আনাগোনা লক্ষ করা যাবে। নিউজিল্যান্ড সিরিজ দারুন প্রদর্শন দেখিয়েছিলেন ওয়াসিংটন সুন্দর, এর আগেও অস্ট্রেলিয়া সফরে বেশ ভালো অলরাউন্ডিং প্ৰদর্শন দেখিয়েছিলেন তিনি। আসন্ন সিরিজে তাকে খেলাতে মোরিয়া টিম ম্যানেজমেন্ট। তাছাড়া রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে। এছাড়া পেসারদের মধ্যে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), বাংলার মুকেশ কুমার যিনি অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন এবং বাংলার আকাশদীপকে দেখতে পাওয়া যাবে। অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) সুযোগ দেওয়া হবে না মোহাম্মদ সিরাজকে, তার চলতি ফর্মের কথা বিচার করে তিনি দল থেকে পড়বেন বাদ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্ভব্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেট কিপার), ওয়াসিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, মুকেশ কুমার।