ind-vs-aus-3rd-test-two-changes-in-xi
Team India | Image: Getty Images

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) তৃতীয় সিজিনে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছানো থেকে বিরত থাকতে হলো টিম ইন্ডিয়াকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়ার প্রয়জন ছিল অস্ট্রেলিয়া সিরিজে জয়লাভ করার, তবে বর্তমান অবস্থার বিচারে ভারতের কাছে WTC ফাইনালে পৌঁছতে গেলে প্রয়োজন হলো ভাগ্য। আসলে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ চলাকালীন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ চলছিল। দুই টেস্ট সিরিজে ৪টি দল WTC ফাইনালে পৌঁছানোর দাবিদার ছিল। ভারত অজি’দের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়লাভ করে WTC-এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল। তবে, দ্বিতীয় ম্যাচে পরাস্ত হতে না হতেই ভারত তৃতীয় স্থানে নেমে এসেছে। অন্যদিকে, শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ২-০ ব্যাবধানে পরাস্ত করে তালিকায় শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। পরস্পর চারটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা যেখানে টিম ইন্ডিয়া গত ৫ ম্যাচে ৪ টি ম্যাচে পরাজিত হয়েছে।

প্রথম দল হিসেবে WTC-থেকে বাদ পড়লো ভারত

Team india, wtc
Team India | Image: Getty Images

ভারতের সামনে বড় পরীক্ষা হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) টেস্ট সিরিজটি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যাবধানে পরাস্ত হয়েছিল যার কারণে ভারতের এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অস্ট্রেলিয়া দলকে বাঁকি তিনটি টেস্টে পরাস্ত করতে পারলে টিম ইন্ডিয়ার কাছে ফাইনালে পৌঁছে যাবে। তবে ভারতীয় দলের পক্ষে অস্ট্রেলিয়াকে এভাবে পরাস্ত করাটা অতটাও সহজ হবে না। বলাই বাহুল্য প্রথম দল হিসেবে WTC-এর ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। যদিও এখনও পর্যন্ত কোন দুই দলের মধ্যে লর্ডসের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।

Read More: অস্ট্রেলিয়ায় শামি’কে চান না রোহিত? অধিনায়কের সাথে তারকা পেসারের দ্বন্দ্ব চরমে !!

এই সমীকরণে ফাইনালে পৌঁছাবে টিম ইন্ডিয়া

IND VS NZ, bcci, wtc
Team India | Image: Getty Images
  • প্রথমত, দক্ষিণ আফ্রিকা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে ২টি টেস্টের মধ্যে একটিতে জিতলেই ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলবে তারা।
  • তাছাড়া, সিরিজ ১-১ হলেও প্রোটিয়ারা ফাইনালে পৌঁছে যাবে।
  • আবার যদি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে সিরিজে দুটি টেস্টই ড্র হয় তবে প্রোটিয়ারা থাকবে ৫৮.৩৩ শতাংশে।
  • ভারত যদি অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারায় এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় দুটি টেস্টে জেতে তাহলে ভারত ও অস্ট্রেলিয়া শেষ করবে যথাক্রমে ৫৮.৭৭ ও ৬০.৫৩ শতাংশে। সে ক্ষেত্রে দু দলই ফাইনাল খেলবে।
  • ভারত যদি অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যাবধানে পরাস্ত করে এবং শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে একটি ম্যাচে হারিয়ে দেয় তো ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল হবে।
  • ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজ ২-২ ব্যাবধানে শেষ হলে শ্রীলঙ্কাকে অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যাবধানে জয় পেতে হবে। তাহলেই ভারত ফাইনাল খেলবে।
  • ভারত যদি ২-৩ ব্যাবধানে অস্ট্রেলিয়া সিরিজ পরাজিত হয় তাহলে পাকিস্তানকে ২-০ ব্যাবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করতে হবে ও অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে জয় পেতে হবে।

Read Also: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে খামখেয়ালীপনা শুরু করেছে পাকিস্তান, আইসিসিকে দিল এই নতুন শর্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *