লর্ডস টেস্ট হারতেই টনক নড়লো টিম ইন্ডিয়ার, ব্যাটিং অর্ডারে হলো বিশাল পরিবর্তন !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের (Team India) চতুর্থ ম্যাচটি শুরু হবে আগামী ২৩ জুলাই থেকে। ম্যানচেস্টারে মরণ বাচঁন লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড দুই দল। ভারতীয় দল লর্ডসে ২২ রানে পরাজিত হওয়ার সাথে সাথেই এই সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে। ভারতীয় দলের এই পরাজয়ের পর শেষ দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টিম ইন্ডিয়া চাইবে যেকোনো মূল্যে সিরিজের শেষ দুটি ম্যাচে ফাইট ব্যাক করতে। লর্ডসে তৃতীয় টেস্টের পর ভারতীয় শিবিরে চোটের ছায়া দেখতে পাওয়া গিয়েছে। নীতিশ রেড্ডি বাম হাঁটুতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন, তাছাড়া, আকাশ দীপ (Akash Deep) পিঠে চোট পেয়েছেন এবং তাঁর বদলে আসন্ন টেস্টটি অর্ষদীপ সিংয়ের (Arshdeep Singh) খেলার কথা ছিল।

ভারতীয় দলে দেখা যাবে একাধিক রদবদল

ind-vs-eng-akash-deep-and arshdeep-out
Team India | Image: Getty Images

তবে, অর্ষদীপও অনুশীলনে বাম হাতের আঙ্গুল কেটে ফেলেন। বাধ্য হয়েই আনসুল কম্বোজকে (Ansul Kamboj) স্কোয়াডে শামিল করেছে বিসিসিআই (BCCI)। তবে, চতুর্থ টেস্টে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলানোর জন্য আশাবাদী থাকবেন। যে কারণে ভারতীয় দলের (Team India) একাদশে পরিবর্তন লক্ষ করা যাবে। এই সিরিজে ওপেনার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার সবাই রান পেয়েছেন। তবে, তিনে ব্যাটিং করে এখনও কেউ সফলতা পাননি। এই পপরিস্থিতিতে টিম ইন্ডিয়ার (Team India) তিনে ব্যাটিং করা নিয়ে বেড়েই চলেছে জল্পনা। প্রথম টেস্টে সাই সুদর্শন তিনে ব্যাটিং করে মাত্র ৩০ রান বানাতে সক্ষম হয়েছিলেন। এরপর বাঁকি ২ টেস্টে করুণ তিনে ব্যাটিং করতে এসে, ৪ ইনিংসে ১০১ রান বানিয়েছেন। করুণের খারাপ ফর্ম অব্যহত।

Read More: ২০২৬ আইপিএলের আগেই ভাগ্য খুললো KKR তারকার, অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন হর্ষিত রানা !!

তিনে ব্যাটিং করবেন জয়সওয়াল

Yashasvi Jaiswal,team india
Yashasvi Jaiswal | Image: Getty Images

তাঁর এই ফর্মের দিকে নজর রেখে চতুর্থ টেস্টে দলে জায়গা পাবেন না করুণ। করুণ- এর বদলে চতুর্থ টেস্টে অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Easwaran) দেখতে পাওয়া যেতে পারে। তবে, অভিমন্যুকে তিনে নয় বরং ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ওপেনিং ছেড়ে তিনে ব্যাটিং করতে দেখতে পাওয়া যেতে পারে। চলতি সিরিজে অবশ্য বেশ ভালো ছন্দে রয়েছেন জয়সওয়াল, প্রথম টেস্টে শতরান, দ্বিতীয় টেস্টে ১১রানের জন্য শতরান রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল জয়সওয়ালের। তবে ইনফর্ম যশস্বী শেষ ৩ ইনিংসে ব্যাট হাতে ব্যার্থ হচ্ছেন। যে কারণে তাকে তিনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই সুযোগে এই বাংলার অভিমন্যু টেস্ট ক্রিকেটে তার অভিষেকটি করতে চলেছেন।

Read Also: “দেশের লজ্জা হয়ে উঠো না…” বেফাঁস মন্তব্য আফ্রিদি’র, ভারত-পাক ম্যাচ বাতিল প্রসঙ্গে মুখ খুলেন পাক প্রাক্তনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *