বেশ কয়েকদিন ধরেই ভারতীয় দলের (Team India) তারকা ক্রিকেটারদের নানান মামলায় জড়াতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে রবিন উথাপ্পার নামে টাকা হরফ করার অভিযোগ এসেছিল। এরপর গত মঙ্গলবার ভারতীয় দলের সর্বকালের সেরা ক্যাপ্টেন এমএস ধোনির (MS Dhoni) নামেও অভিযোগ উঠেছে। সরকারের থেকে প্রাপ্ত জমিতে ধোনি বাড়ি নির্মাণের পর সেখানে ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এবার ভারতীয় দলের আর এক ক্রিকেটার নমন ওঝার (Naman Ojha) পরিবারের উপর উঠে আসলো চরম বিপদ।
ভারতের প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার পিতা বিনয় ওঝার নামে উঠেছে টাকা আত্মসাৎ করার অজিযোগে সাত বছরের কারাদন্ড শোনালো আদালত। শুধু তাই নয়, সাথে সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাকে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বেতুলের ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে অর্থ আত্মসাতের মামলার প্রায় ১১ বছর পর এই রায় দেওয়া হয়েছে। শুধু নমন ওঝার পিতা বিনয় ওঝা নন, সাথে চার জনকেও সাজা শুনিয়েছে আদালত।
Read More: Team India: চ্যাম্পিয়ন্স ট্রফি জট মিটতেই প্রকাশ্যে ভারতীয় স্কোয়াড, ১৬ মাস পর সুযোগ পেলেন এই তারকা !!
৭ বছরের জেল হয়েছে বিনয় ওঝার
২০১৩ সালে, বেতুলের মুলতাই থানা এলাকায় অবস্থিত জুলখেদা গ্রামে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র শাখায় আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছিল। সেই ঘটনায় মোট ছয় জনের উপর মামলা রুজু করা হয়েছিল। গত মঙ্গলবার সেই মামলার রায় প্রকাশ করলো আদালত। জানা গিয়েছে এই মামলার প্রধান দোষী হলেন অভিষেক রত্নম। ঘটনার প্রধান আসামি অভিষেক রত্নমকে ১০ বছরের কারাদন্ডের সাথে ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, নমনের বাবা বিনয় ওঝা সেই সময় ব্যাংকে সহকারী ম্যানেজার হিসাবে কর্মরত ছিল। তবে, তাকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। সাথে সাত লক্ষ টাকা জরিমানা ও সাত বছরের কারাদন্ডের ঘোষণা করেছে আদালত কতৃপক্ষ। জানা যায়, টাকা আত্মসাতের মূল আসামি অভিষেক রত্নম ২০১৩ সালে জালিয়াতি করতে ব্যাংক কর্তাদের পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন। সেই সময় প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবা বিনয় ওঝা একই ব্যাংকে কর্মরত ছিলেন, তাই প্রতারণার তদন্তে তার নাম উঠে এসেছে।
নামান ওঝা (Naman Ojha) ভারতের জার্সিতে একটি টেস্ট, একটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১০ সালে জিম্বাবুয়ে সফরে অভিষেক করেন ওঝা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫৬ রান বানিয়েছেন নমন, ওডিআই ম্যাচে কেবলমাত্র ১ রান এবং টি-টোয়েন্টিতে ১২ রান বানিয়েছেন তিনি।