সড়ক দুর্ঘটনায় আক্তান্ত ভারতীয় ক্রিকেটার, শেষ হচ্ছে ক্রিকেট ক্যারিয়ার !! 1

২০২২ সালে টিম ইন্ডিয়ার (Team India) তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর অবশেষে টিম ইন্ডিয়ার জার্সিতে কামব্যাক করেন এবং টি-টবেটি বিশ্বকাপ জেতার পাশাপাশি চলমান ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্টের ফিরতি ম্যাচে অসাধারণ শতরান হাঁকিয়েছেন পন্থ। আপাতত তিনি সুস্থ হয়ে উঠেছেন। তবে টিম ইন্ডিয়ার আর এক তারকা ক্রিকেটার।

এবার সরফরাজ খানের (Sarfaraz Khan) ভাই মুশির খান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে অন্যতম পরিচিত নাম এখন মুশির (Musheer Khan)। দাদা সরফরাজের মতোই মুম্বইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছেন ভাই মুশির। জানা গিয়েছে, মুশির ইরানি কাপ খেলতে মুম্বই দলের সঙ্গে লখনউ যাননি। তিনি তার পিতা নওশাদ খানের সাথে লখনউ যাচ্ছিলেন। আর এই পথেই ঘটলো দুর্ঘটনা।

Read More: Team India: বৃষ্টি’র কাঁটা দ্বিতীয় দিনেও, চরম সিদ্ধান্ত নিলো ‘বিরক্ত’ টিম ইন্ডিয়া !!

গাড়ি দুর্ঘটনার শিকার হলেন মুশির খান

Musheer khan, team india
Musheer Khan | Image: Getty Images

মুশির খানের ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। মুশির ও তার বাবা নওশাদ খান আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন। সেখানেই ঘটে এই দুর্ঘটনা ঘটে। যদিও দুর্ঘটনার কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু সূত্র জানিয়েছে, গাড়িটি রাস্তায় ৪-৫ বার উল্টে যায়, যার কারণে মুশির গুরুতর আহত হয়।

তারকা ভারতীয় ব্যাটার মুশির খান হলেন ভারতীয় দলের তরুণ খেলোয়াড় সরফরাজ খানের ছোট ভাই। ১-৫ অক্টোবরের মধ্যে লখনৌকে ২০২৪ সালের রঞ্জি জয়ী মুম্বই ও রেস্ট অফ ইন্ডিয়ার মধ্যে ইরানি কাপের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি মুশির দুলিপ ট্রফির মঞ্চে শতরান হাঁকিয়েছেন পাশাপশি ২০২৩ সালের অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর রঞ্জি ট্রফিতে অভিষেক করেন কোয়াটার ফাইনাল ম্যাচে।

বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ২০২৩-২৪ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুম্বইয়ের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তাছাড়া ফাইনাল ম্যাচে বিধর্বার বিপক্ষে শতরান হাঁকিয়ে মুম্বইয়ের পক্ষে জয় সুনিশ্চিত করেন। গুরুতর চোট পেয়ে আপাতত ৬ সপ্তাহর জন্য বিশ্রামে থাকবেন এবং ৩মাস পর ক্রিকেট খেলবেন বলে জানা গিয়েছে।

Read Also: IPL 2025: চরম সিদ্ধান্ত নিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বাতিলের খাতায় দুই মহাতারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *