Team India: ভারতীয় মহিলা দল অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করলো। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাস্ত করে ব্যাক টু ব্যাক দুইবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করলো টিম ইন্ডিয়ার নারী বিভাগ। এর আগে ২০২৩ সালে ভারতীয় দল ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাস্ত করে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেতাব জয় করেছিল। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস প্রদর্শন দেখিয়েছে ভারতীয় নারী ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার ৮৩ রানের টার্গেট তাড়া করে ভারত ১১.২ ওভারে ৫২ বল বাঁকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে দেয়। বলাবাহুল্য, এবারের মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোন ম্যাচ হারেনি ভারত।
Read More: Team India: পঞ্চম টি-২০তে বাদ পড়ছেন সূর্যকুমার যাদব, মুম্বইতে বদলে যাচ্ছে ভারতের অধিনায়ক-সহ অধিনায়ক !!
দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করলো টিম ইন্ডিয়া
রান তাড়া করতে এসে, শুরুতেই কমলিনীকে ফিরিয়ে দিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় নারী দলের (Team India) হয়ে গোঙ্গাদি তৃষা ৩৩ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে। তাছাড়া সোনিক চাল ২২ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে। প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়েছেন গোঙ্গাদি তৃষা। তিনি ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। তাছাড়া বৈষ্ণবী শর্মা, আয়ুশী শুক্লা ও পারুনিকা সিসোডিয়া দুটি করে উইকেট পেয়েছেন।
মেগা ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা নারী দল। নিয়মিত ব্যাবধানে উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকার মাইকি ভ্যান ভুরস্ট ২৩ রানের ইনিংস খেলেন। কেবলমাত্র ৪ জন ব্যাটার দুই অংকের স্কোর টপকাতে সক্ষম হয়েছিল। দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হয়েছেন গোঙ্গাদি তৃষা, পাশাপশি এই টুর্নামেন্টের সেরা হয়েছেন তিনিই।