আগামী ৬ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া ভারতের পিঙ্ক বল টেস্টের আগে টিম ইন্ডিয়া (Team India) তাদের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন সেরে ফেললো অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের সঙ্গে। গতকাল ম্যাচের প্রথম দিনে বৃষ্টির জন্য সম্ভব হয়নি খেলা। আজ সকালেও শুরু হয়েছিল বৃষ্টি, তবে সবকিছু উপেক্ষা করে দুইদিন ব্যাপী এই টেস্ট ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
চার উইকেট পেয়েছেন হার্ষিত রানা
প্রথমে ব্যাটিং করতে এসে, ২৪০ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ। প্রাইম মিনিস্টার একাদশের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন স্যাম কনস্টাস। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ বলে ৬১ রান করেন হান্নো জেকবস। ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি চার উইকেট নিয়েছেন হার্ষিত রানা (Harshit Rana), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক করেছিলেন হার্ষিত এবং আজকের ম্যাচে দেখালেন নিজের কামাল। দুই উইকেট নিয়েছেন বাংলার আকাশদীপও (Akashdeep)। তাছাড়া, একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
ভারতীয় ব্যাটিং অর্ডারে দেখা গেল পরিবর্তন। রোহিত শর্মা (Rohit Sharma) নন, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল (KL Rahul)। পার্থ টেস্টে রোহিতের অনুপস্থিতিতে ওপেনিং সামলেছিলেন এই জুটি হবে অ্যাডিলেড টেস্টেও কি একই কম্বিনেশন বজায় রাখবে ভারত? তা ইতিমধ্যেই একটি প্রশ্ন তৈরি করেছে। আজকের ম্যাচেও অসাধারণ ব্যাটিং করতে দেখা গেল রাহুল ও যশস্বী দুজনকেই। ৫৯ বলে ৪৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল তো ৪৪ বলে ২৭ রান করে রিটায়ার হার্ট হন রাহুল এবং। আর নামলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনে ব্যাটিং করতে এসেছিলেন শুভমান গিল এবং চার নম্বরে নামেন ক্যাপ্টেন রোহিত।
রান পেলেন না রোহিত
তবে এটা নিশ্চিত যে অ্যাডিলেডে চারে নামবেন না রোহিত। দলের সুবিধার্থে ৫-৬ পজিশনে নামতে পারেন রোহিত। পিঙ্ক বলের সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য ব্যাটিং করতে আসেন রোহিত, তবে রান বানাতে ব্যার্থ হন তিনি, ১৩ বলে ৩ রান বানাতেই সক্ষম হন তিনি। বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে গেলেন ভারতীয় অধিনায়ক।
পাশাপশি, শুভমান গিলের বাঁ-হাতের বুড়ো আঙুলে এখনও ব্যান্ডেজ রয়েছে। তবে চোটের পরে মাঠে ফিরেই অর্ধশতরান হাঁকালেন শুভমন। ৬২ বলে অর্ধশতরান করেন। ওয়াসিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজাকেও রান পেতে দেখা গিয়েছে। রোহিত এবং সরফরাজ ব্যাতিত ভারতের সব ব্যাটারই রান পেয়েছেন। শেষের দিকে নীতীশকুমার রেড্ডি ৪২, ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৪২ রান এবং রবীন্দ্র জাদেজা ২৭ রান করেন। ক্যানবেরায় জিতে অ্যাডিলেডে পিঙ্ক বলে টেস্টের জন্য প্রস্তুতি সারল ভারত।