ভারতের বিরুদ্ধে উঠলো বল ট্যাম্পারিংয়ের অভিযোগ, নির্বাসিত হতে পারে দল !! 1

Team India: ‘ভারত এ’ দলকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে প্রথম বেসরকারি টেস্টের চতুর্থ দিনের খেলায় দেখা গেল এই দৃশ্য। তবে চতুর্থ দিনের শুরুতে দেখা যায় এক অবাক করা কান্ড, ফিল্ড আম্পায়াররা ভারতীয় খেলোয়াড়দের উপর বল বিকৃতির অভিযোগ আনে। এমনকি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আম্পায়াররা ঈশান কিষানের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

প্রসঙ্গত, ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ ম্যাচের শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়া-এ দলের জয়ের জন্য দরকার ছিল ৮৬ রানের। তবে শেষ দিনের খেলায় শুরু হয়েছে আপত্তি, আসলে ভারতীয় দলের (Team India) হাতে যে বলটি তুলে দিয়েছিলেন আম্পায়াররা সেটি গতকালের ব্যবহৃত বল ছিল না। অন্য বল হাতে পেয়ে অবাক হয়ে যান ভারতীয় দলের খেলোয়াড়রা। ফিল্ড আম্পায়ার শন ক্রেগ ভারতীয় দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলেন। ভারতীয় দল যখন আম্পায়ারের কাছে বল পরিবর্তনের কারণে জানতে চেয়েছিল তখন শন ক্রেগ জানিয়ে দেন ভারতীয় দল নাকি বল ট্যাম্পারিং করেছেন। তিনি বলেন, “তোমরা বলে আঁচড় কেটেছ, তাই আমরা বল বদলে দিয়েছি। এবিষয়ে কোনো আলোচনা নয়, খেলা চালিয়ে যাও।

Read More: Team India: “জঘন্য সিদ্ধান্ত ভারতের…” আটে ব্যাটিং সরফরাজের, ক্ষোভ উগড়ে দিলেন সঞ্জয় মঞ্জরেকর, নিশানায় ‘গুরু’ গম্ভীর !!

ইশান কিষানের উপর কেন রেগে যান আম্পায়ার

Ishan kishan, team india
Ishan Kishan | Image: Getty Images

অন্যদিকে আম্পায়ারের নেওয়া এই সিদ্ধান্তে মেজাজ হারান ভারতীয় দলের (Team India) উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan)। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে ঈশান কিষান জানান, “ভীষণই বাজে সিদ্ধান্ত।” ইশানের কথা শুনে রেগে যান আম্পায়ার। তিনি ঈশানের বিরুদ্ধে চড়া সুরে বলেন, “বিরক্তি দেখানোর জন্য তোমার নামে নালিশ করা হবে। এটা মোটেও ভালো আচরণ নয়। তোমাদের দলের কাজের জন্য বল বদলাতে বাধ্য হয়েছি আমরা।

যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে বলের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য আম্পায়াররা বল বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও বল ট্যাম্পারিংয়ের বিষয়টি ইচ্ছাকৃত নয় বলে পেনাল্টি হিসাবে কোনো ৫ রান যোগ করা হয়নি কিংবা ঈশান কিষানের বিরুদ্ধে অভিযোগ করার কথা শোনা গেলেও ঈশানের (Ishan Kishan) বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে শোনা গিয়েছে। আরও জানানো হয় যে, বল বদলের কথা দু’দলের ক্যাপ্টেন ও ম্যানেজারদের জানানো হয়েছিল।

Read Also: চলতি টেস্টে বড় সিদ্ধান্ত বিরাট কোহলির, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিচ্ছেন অবসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *