mega-auction-ahead-of-ipl 2025

IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের মিনি নিলামের আসর গতকাল বসেছিলো মধ্যপ্রাচ্যের দুবাইতে। ক্রিকেটজনতার নজর দিনভর ছিলো কোকা-কোলা এরিনার দিকে। দুপুর দেড়টা থেকে শুরু হয়ে নিলাম শেষ হতে হতে পেরিয়ে গেলো রাত ৯ টা। পছন্দের ক্রিকেটারদের দলে সামিল করতে তীব্র প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিতে দেখা গেলো ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সব দলের রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের পর জানা গিয়েছিলো যে মোট শূন্যস্থানের সংখ্যা ৭৭। এই ৭৭ ক্রিকেটারকে ৩৩৩ জনের তালিকার মধ্যে থেকে বেছে নেওয়ার প্রয়াস করতে দেখা গেলো দশ দলকে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ড্যারিল মিচেলের মত তারকারা যেমন আশাতীত মূল্য পেলেন। তেমনই রচিন রবীন্দ্র বা ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) মত ম্যাচ উইনারকে তুলনামূলক কম দামেই সই করালো দলগুলো।

এই নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন বেন স্টোকস, জো রুটের মত আন্তর্জাতিক ক্রিকেটের পরিচত মুখেরা। নিলামে অংশ নিলেও স্টিভ স্মিথ (Steve Smith), জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) মত চেনা মুখেরা রইলেন অবিক্রিতের তালিকায়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে করুণ নায়ার, সরফরাজ খানদের নিয়েও কেউ আগ্রহ দেখান নি। প্রথমে দল পান নি মনীশ পান্ডে’ও (Manish Pandey)। শেষমেশ অবশ্য কলকাতা নাইট রাইডার্স দলে ফেরায় তাঁকে। নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসনের সাথেও ঘটলো একই ঘটনা। তবে তাঁর জাতীয় দলের সতীর্থ ম্যাট হেনরী দল পান নি। নিলামের মাঝপথেই জানা গেলো ইংল্যান্ড ও বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন আইপিএল (IPL) থেকে। আগ্রহ থাকলেও তাই তাঁদের নিতে পারলো না ফ্র্যাঞ্চাইজিগুলো।

Read More: IPL 2024: চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে বদ্ধপরিকর গুজরাট টাইটান্স শিবির, কার্যসিদ্ধি করতে গড়লো এই তুখোড় স্কোয়াড !!

নিলামে বাজিমাত স্টার্ক-কামিন্সের-

Pat Cummins and Mitchell Starc | IPL 2024 | Image: Getty Images
Pat Cummins and Mitchell Starc | Image: Getty Images

মিনি নিলামের শুরু থেকেই দেখা গেলো অর্থের বৃষ্টি। প্রথমেই রোভম্যান পাওয়েলের জন্য ঝাঁপাতে দেখা গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসকে। ৭ কোটি ৪০ লাখে শেষমেশ বাজিমাত করে রাজস্থান। বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড (Travis Head) ৬ কোটি ৮০ লাখে যোগ দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তরুণ কিউই অলরাউন্ডার রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) বেস প্রাইস ছিলো ৫০ লাখ। তিনি চেন্নাই সুপার কিংসে নাম লেখালেন ১ কোটি ৮০ লাখ টাকার বিনিময়ে। বিপুল অর্থ পেলেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। ১৪ কোটিতে তাঁকে সই করালো চেন্নাই সুপার কিংস। ভারতীয় তরুণদের মধ্যে সমীর রিজভি ৮ কোটি ৪০ লাখে গেলেন চেন্নাইতে। কুমার কুশাগ্রকে দিল্লী নিলো ৭ কোটি ২০ লাখে। পাঞ্জাব ছেড়ে শাহরুখ খান গুজরাতে নাম লেখালেন ৭ কোটি ৪০ লাখে।

গতকালের নিলামে জয়জয়কার অবশ্য বোলারদের। হর্ষল প্যাটেলের (Harshal Patel) জন্য পাঞ্জাব দিলো ১১ কোটি ৭৫ লাখ। আলঝারি জোসেফ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নাম লেখালেন ১১কোটি ৫০ লাখে। অস্ট্রেলিয়ার বাম হাতি পেসার স্পেন্সার জনসনের দাম উঠলো ১০ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্স থেকে ৫ কোটি পেলেন জেরাল্ড ক্যুৎসিয়ে। তবে লাইমলাইট কেড়ে নিয়ে গেলেন প্যাট কামিন্স (Pat Cummins) ও মিচেল স্টার্ক (Mitchell Starc)। প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটির গণ্ডী পেরোন কামিন্স। শেষমেশ ২০.৫০ কোটিতে যান সানরাইজার্সে। সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে কামিন্সের আসন অবশ্য টললো কিছুক্ষণের মধ্যেই। সতীর্থকে টপকে সিংহাসনে বসলেন মিচেল স্টার্ক। তাঁকে দলে নিতে কলকাতাকে (KKR) খরচ করতে হলো ২৪ কোটি ৫০ লাখ টাকা।

নেই রেহান, সরে দাঁড়িয়েছিলেন তাস্কিন-শরিফুল-

Taskin Ahmed | IPL 2024 | Image: Getty Images
Taskin Ahmed | Image: Getty Images

আইপিএলের মিনি নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন ১১৬৬ জন ক্রিকেটার। তার মধ্যে নাম ছিলো ৬ বাংলাদেশী ক্রিকেটারের। পরে যে ৩৩৩ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার তরফ থেকে, তাতে নাম ছিলো তিন বাংলাদেশীর। আইপিএলের নিলামে অংশ নেওয়ার কথা ছিলো তিন টাইগার পেসার-মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman), শরিফুল ইসলাম (Shoriful Islam) ও তাস্কিন আহমেদের (Taskin Ahmed)। কিন্তু মঙ্গলবারের নিলামের ঠিক আগেই নাম তুলে নেন তাস্কিন ও শরিফুল। আইপিএলের সময় ম্যাচ থাকছে বাংলাদেশের। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে তারা। সেই কারণেই তাঁদের আইপিএল খেলতে ছাড়বে না বিসিবি। ফলে সরে দাঁড়ানো ছাড়া উপায় ছিলো না তাস্কিন-শরিফুলের।

বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) অবশ্য অংশ নিয়েছিলেন নিলামে। দল’ও পেলেন তিনি। এর আগে সানরাইজার্স, রাজস্থান, দিল্লীর মত দলের হয়ে খেলেছে টুর্নামেন্ট। ২০১৬ সালে সেরা উঠতি প্রতিভার পুরষ্কারও পেয়েছিলেন। এবার তিনি ২ কোটি টাকায় নাম লিখিয়েছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK) স্কোয়াডে। আইপিএল নিলাম শুরুর অল্প সময় পূর্বেই নাম তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের তরুণ লেগস্পিনার রেহান আহমেদ’ও (Rehan Ahmed)। ২২ থেকে ৩০ মে’র মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ থাকছে ইংল্যান্ডের। দেশের হয়ে খেলার কারণে রেহান সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। তবে আগামী জানুয়ারী-ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দলের সাথে ভারত সফরে আসছেন তিনি।

Also Read: IPL 2024: নয়া মরশুমে চমক দিতে তৈরি পাঞ্জাব কিংস, প্রীতির দলের এই কোটি টাকার খেলোয়াড়ই হবেন দাবার চাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *