"পাকিস্তানকে শাস্তি আর ভারতকে....", ICC'র সিদ্ধান্তে খুশি নন সাবেক পাকিস্তানি, জয় শাহকে নিলেন একহাত !! 1

২০২৫ সালের এশিয়া কাপকে ঘিরে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) ক্রিকেটারদের মধ্যে একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানি পেসার হারিস রউফ (Haris Rauf)।। দু’জনের নামই উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। আইসিসির শৃঙ্খলাভঙ্গবিষয়ক নিয়ম ভেঙে ফেলার অভিযোগে সূর্যকুমার যাদবকে যেকোনো গুরুতর অপরাধ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অন্যদিকে হারিস রউফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে।

রউফ – সূর্যদের বিরুদ্ধে শাস্তির ঘোষণা ICC’র

Asia cup 2025, এশিয়া কাপ, icc
Harris Rauf | Image: Getty Images

সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে বলেন, “ভারত বনাম পাকিস্তান ম্যাচ এখন আর তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়, কারণ সাম্প্রতিক বছরগুলোতে এটি একপেশে গল্পে পরিণত হয়েছে।” এই মন্তব্যের পাশাপাশি পহেলগাম উপত্যকার এক হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাজনৈতিক মহলেও তোলপাড় হয়। তার জেরে আইসিসি সূর্যকুমারকে ম্যাচ ফির ৩০% জরিমানা করে। অন্যদিকে, হারিস রউফকে ২৪ মাসে দু’বার শৃঙ্খলাভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয় – একবার ১৪ অক্টোবর ও পরেরবার ২৮ অক্টোবর। ফলে তাকে দুটি সাসপেনশন পয়েন্টসহ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু এখানেই শেষ নয়, পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ এক টেলিভিশন সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন, “আমি যদি আইসিসির চেয়ারম্যান হতাম, তাহলে সূর্যকুমার যাদবকে কমপক্ষে ৩০ ম্যাচের নিষেধাজ্ঞা দিতাম। শুধু জরিমানা নয়, তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিরত রাখা উচিত।

Read More: বাংলার গর্ব রিচা, ইডেনে সোনার ব্যাটে বিশেষ সম্মান দিতে চলেছে CAB !!

বেফাঁস মন্তব্যে খবরের শিরোনামে তানবীর

"পাকিস্তানকে শাস্তি আর ভারতকে....", ICC'র সিদ্ধান্তে খুশি নন সাবেক পাকিস্তানি, জয় শাহকে নিলেন একহাত !! 2
Tanvir Ahmed | Image: Twitter

তানভীর আরও বলেন, “যদি এই একই কাজ কোনো পাকিস্তানি খেলোয়াড় করত, তাহলে তার উপর ২৫-৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হতো। কিন্তু যেহেতু এখন জয় শাহ আইসিসির চেয়ারম্যান, তাই ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে নরম মনোভাব নেওয়া হচ্ছে।” তিনি অভিযোগ করেন যে, “জয় শাহ ও ভারতীয় কর্মকর্তারা আইসিসিতে প্রবেশ করার পর থেকেই সেখানে রাজনৈতিক পক্ষপাত ঢুকে পড়েছে। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।” পাকিস্তানি এই সাবেক ক্রিকেটারের কথায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মনে করছেন তিনি নিজের দেশের খেলোয়াড়দের রক্ষা করতে চাচ্ছেন, আবার অনেকে বলছেন এটি ভারতের সাফল্যের প্রতি হীনমন্যতার বহিঃপ্রকাশ।

Read Also: “ক্যারিয়ার শেষ করে দিন…”, সঞ্জুকে নিয়ে ছেলেখেলা করায় গম্ভীরকে তীব্র আক্রমণ প্রাক্তন ভারতীয় ওপেনারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *