বর্তমানে ভারতীয় (India vs Australia T20 Series) টি-টোয়েন্টি দল অস্ট্রেলিয়া সফরের দুরন্ত ফর্মে রয়েছে। সূর্যকুমার যাদবরা পরপর ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে। এর আগে এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ব্লু ব্রিগেডরা নিজেদের দাপট অব্যাহত রেখেছিল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জয় করে শুভমান গিলরা (Shubman Gill)। এই টুর্নামেন্টে তিনবার পাকবাহিনীদের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। প্রতিটি ম্যাচেই একাধিক বিতর্কিত ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। ম্যাচ চলাকালীন আইন ভঙ্গ করায় হারিস রাউফকে (Haris Rauf) ২ ম্যাচের জন্য ব্যান করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবার জয় শাহের (Jay Shah) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তানভীর আহমেদ (Tanvir Ahmed)।
Read More: TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !!
শাস্তির মুখে হারিস রাউফ-

এই বছর এশিয়া কাপের আগে কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনায় পাকিস্তানের যোগ থাকায় কড়া পদক্ষেপ গ্রহণ করে ভারত। ফলে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। এই ঘটনার পর আর ভারত ও পাকিস্তানকে কোনো টুর্নামেন্টে মুখোমুখি হতে দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে এশিয়া কাপে মাঠে নামে দুই দল (India vs Pakistan Match)। তবে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচেই ভারতীয় ক্রিকেটাররা টসের সময় এবং ম্যাচ শেষে পাক তারকাদের সঙ্গে হাত মেলাননি।
হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন হারিস রাউফ বিতর্কিত অঙ্গভঙ্গি করে আলোচনায় উঠে এসেছিলেন। এই ঘটনার জন্য শাস্তি হিসেবে তাকে দুই ম্যাচের জন্য ব্যান করা হয়েছে। অন্যদিকে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নিয়ম বহির্ভূত মন্তব্যও শাস্তির মুখে পড়েছে। ফলে তার ৩০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। এছাড়াও শাস্তির মুখে পড়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh), সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই তারকাদেরও ম্যাচে ফি কেটে নেওয়া হয়েছে।
তানভীরের বিতর্কীত মন্তব্য-

হারিস রাউফ হাতের ভঙ্গিমার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছিলেন। যে কারণে তার সবচেয়ে বেশি শাস্তি হয়েছে। তবে এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমেদ (Tanvir Ahmed) আইসিসির (ICC) এই সিদ্ধান্তের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। তিনি মনে করছেন এই সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়কের আরও শাস্তি হওয়া উচিত ছিল। এই পাক তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য সূর্যকুমার যাদব ম্যাচ জয়ের সাফল্যকে পাহেলগামের ঘটনায় নিহতদের উৎসর্গ করেছিলেন যা রাজনৈতিক মন্তব্য হওয়ার কারণে আইন বিরুদ্ধ ছিল। তানভির উল্লেখ করেন, “সূর্যকুমারের ৩০ শতাংশ ফি নয় তাকে ৩০ টি ম্যাচে ব্যান করা উচিত ছিল। আমাদের কোনো ক্রিকেটার এইরকম কাজ করলে ২৫-৩০ ম্যাচে নিষেধাজ্ঞা জারি হত।” আইসিসি প্রধান জয় শাহকে (Jay Shah) কটাক্ষ করে এই প্রাক্তন পাক তারকা বলেন, “জয় শাহ (Jay Shah) এবং ভারতীয় ক্রিকেটাররা যখন থেকে আইসিসিতে প্রবেশ করেছেন তখন থেকেই তারা পক্ষপাত করছেন। তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে মজার খোরাক বানাচ্ছেন।”